আসন্ন উৎসবের মরসুমে সাধারণত ই কমার্স ক্ষেত্রগুলিতে ব্যাপক চাহিদার কারণে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ হতে চলেছে। ই-কমার্স সেক্টরেই (E-Commerce Sector Jobs) কাজ পেতে চলেছেন প্রায় ১০ লক্ষ মানুষ। এছাড়াও এই সেক্টরে আড়াই লাখ চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। দেশের অন্যতম নামকরা রিক্রুটিং অ্যান্ড এইচআর সার্ভিস প্রোভাইডার সংস্থা মারফত এমন খবরই পাওয়া গিয়েছে।
চাকরি হতে চলেছে ই-কমার্স সেক্টরে
একটি নামকরা রিক্রুটিং অ্যান্ড এইচআর সার্ভিস প্রোভাইডার সংস্থা জানিয়েছে আগামী মাসের মধ্যেই ই-কমার্স সেক্টরে প্রায় ১০ লক্ষ পূর্ণসময়ের জন্য ও প্রায় ২.৫ লক্ষ চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। এই সেক্টর থেকে ভবিষ্যতে ব্যাপক পরিমানে আয়ের সম্ভাবনা তৈরী হয়েছে। তাই এই বিপুল পরিমাণ নিয়োগের প্রয়োজন হয়ে পড়েছে।
সংস্থাটি আরোও জানিয়েছে দিন দিন এই সেক্টরের চাহিদা ক্রমশই ভালো হচ্ছে। দেশের টায়ার ২, টায়ার ৩, টায়ার ৪ শহর গুলিতে ও গ্রামাঞ্চল থেকে ই কমার্সের বেশিরভাগ প্রয়েজনীয়তা দেখা যায় ও চাহিদার প্রায় ৬০% এই অঞ্চল থেকেই আসে। উৎসবের মরশুমে এই চাহিদা প্রায় একধাক্কায় অনেকটাই বেড়ে যায়।
তাই প্রয়োজন হয় অতিরিক্ত কর্মসংস্থানের। ভবিষ্যতে এই সেক্টর থেকে অনেকেই কাজ পেতে চলেছেন।
কোন কোন ক্ষেত্রে কর্মসংস্থান হতে পারে
যে যে ক্ষেত্র গুলিতে কর্মসংস্থান হতে পারে সেগুলো হল কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, ওয়্যারহাউজ ওয়ার্কার, কোয়ালিটি কন্ট্রোল স্টাফ, প্যাকেজিং ও লেবেলিং স্টাফ, ডেলিভারি পার্টনার ইত্যাদি।
আরও পড়ুন: LPG সিলিন্ডারের জন্য ভর্তুকি পাচ্ছেন তো? কেন্দ্রের এই নয়া নির্দেশ জেনে নিন
ই-কমার্সের বিক্রির পরিমাণ ৩৫ শতাংশ বৃদ্ধি পেতে পারে
হিউম্যান রির্সোস সংক্রান্ত কাজকর্ম করে থাকে এমন একটি সংস্থার মতে আসন্ন পুজোর সময়ে ই-কমার্স সেক্টরে বিক্রি ৩৫ শতাংশ হারে বৃদ্ধি পেতে চলেছে। এই বিক্রির হার গত বছরের তুলনায় বেশ অনেকটাই বেশি হবে। তাইজন্য বিভিন্ন ই কমার্স সংস্থাগুলো নানা পদে কর্মী নিয়োগ করতে পারে।
আরও পড়ুন: রাজ্যের এই জেলায় ৬০১টি শূন্যপদে প্রধান শিক্ষকের নিয়োগ শুরু, জানুন বিস্তারিত