Big News: ৩০০০ শূন্যপদে নিয়োগের নোটিশ প্রকাশ করলো কমিশন! জানুন বিস্তারিত

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের (West Bengal Madrasa Service Commission) তরফ থেকে দীর্ঘ ১৪ বছর পরে সেই ৩০০০ পদে কর্মী নিয়োগ করা হবে। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তরফ থেকে খুব দ্রুত এসব শূন্য পদগুলিতে নিয়োগ করার কথা বলা হয়েছে।

নিয়োগ এত দেরিতে হওয়ার কারণে বিষয়টি নিয়ে রীতিমতো ভর্ৎসনা-র মুখে পড়ে মাদ্রাসা সার্ভিস কমিশন (West Bengal Madrasa Service Commission)-কে। পাশাপাশি কোর্টকে জরিমানাও প্রদান করে।

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ মেনে মাদ্রাসা সার্ভিস কমিশনের (West Bengal Madrasa Service Commission) তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওই নোটিশে বলা হয় আগামী এক সেপ্টেম্বর তারিখে গ্রুপ ডি নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে। আর এ সময়ের পূর্বে চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে।

আরও পড়ুন: WBSSC: এসএসসি-র ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি কবে হবে? বড় খবর সামনে এল

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

মাদ্রাসা সার্ভিস কমিশনের (West Bengal Madrasa Service Commission) প্রকাশিত নোটিশে উল্লেখ করা হয়েছে যেসব প্রার্থীরা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে (৭৩,৯৭৮ জন) তাদের এডমিট ইতিমধ্যেই ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে নির্ধারিত সময়ের পূর্বে তারা যেন এডমিট ডাউনলোড করে নেই।

লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে। অ্যা কার্ড ডাউনলোড করার জন্য পরীক্ষার্থীদের নির্দিষ্ট পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে লগইন করতে হবে।

আরও পড়ুন: 7th Pay Commission: বর্ধিত DA-র টাকা অ্যাকাউন্টে ঢুকবে সেপ্টেম্বরেই, সরকারি কর্মীদের মাইনে কত হবে?

অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য পোর্টাল আগামী ১ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত খোলা থাকবে। এ নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার্থীরা যেন তাদের এডমিট অবশ্যই ডাউনলোড করে নেয়।

ওই নোটিস আরো উল্লেখ রয়েছে যে, 1st SLST (NT)-Group-D এর Preliminary Screening Test পরীক্ষা যেটি হয়েছিল ২৮.১১.২০১০ তারিখে সেখানে মোট ৭৩,৯৭৮ জন প্রার্থী যোগ্যতা অর্জন করার পরেও তারা ২৯.০৫.২০১১ তারিখের লিখিত পরীক্ষা দিতে পারেনি।

আরও পড়ুন: অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে চাকরির সুযোগ! রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

তাদের নাম ও রেজিস্ট্রেশন নম্বর পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের (West Bengal Madrasa Service Commission) নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট www.wbmsc.com-এ “List of candidates who were eligible for, but could not appear at the written Test of 1st SLST (NT) Group-D তে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: রাজ্যে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ চলছে, রইলো আবেদন পদ্ধতি সহ বিস্তারিত

২৯.০৫.২০১১ তারিখে অনুষ্ঠিত হওয়া পরীক্ষায় সেই ৭৩ হাজার ৯৭৮ জন প্রার্থী যারা পরীক্ষায় বসেনি তাদের আগামী ০১.০৯.২০২৪ তারিখে আগত মাদ্রাসা সার্ভিস কমিশনের (West Bengal Madrasa Service Commission) লিখিত পরীক্ষায় বসতে হবে।