Worlds Best School Prizes 2024: ‘বিশ্বের সেরা স্কুলের পুরস্কার’-এ ভারতের এই ৫ স্কুল জায়গা পেল সেরা ১০-এ, তালিকায় কোন কোন স্কুল রয়েছে?

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

শিক্ষাক্ষেত্রে ভারত এবার নতুন সম্মান অর্জন করল। ওয়ার্ল্ড বেস্ট স্কুল প্রাইজ ২০২৪ (Worlds Best School Prizes 2024)-এর তালিকায় ভারতের পাঁচটি স্কুলের নাম এসেছে। মধ্যপ্রদেশের দুইটি স্কুল এবং দিল্লী, তামিলনাড়ু ও মহারাষ্ট্র প্রতিটি রাজ্য থেকে একটি করে স্কুল এই তালিকায় রয়েছে।

শিক্ষার ক্ষেত্রে ও সমাজের অগ্রগতিতে কোন স্কুলগুলো সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করছে তা জানতে যুক্তরাজ্যে প্রতি বছর একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতার মধ্য থেকে বিশ্বের সেরা ১০টি বিদ্যালয়কে বেছে নিয়ে সেগুলিকে ‘ওয়ার্ল্ড বেস্ট স্কুল প্রাইজ’ (Worlds Best School Prizes 2024) স্বীকৃতি দিয়ে সম্মানিত করা হয়।

পাশাপাশি পুরস্কার মূল্য হিসেবে ৫০ হাজার মার্কিন ডলার দেওয়া হয়। এবছর প্রতিযোগিতার আয়োজক যুক্তরাজ্যের টি৪ এডুকেশন। মধ্যপ্রদেশ, দিল্লি, তামিলনাড়ু ও মহারাষ্ট্রের কুলগুলিকে গত সপ্তাহেই বিভিন্ন বিভাগে অন্তর্ভুক্ত করা হয়।

বিশ্বের সেরা ১০টি  বিদ্যালয়ের মধ্যে ভারতের মধ্যে প্রথমেই রয়েছে মুম্বই পাবলিক স্কুলের এল কে ওয়াঘজি ইন্টারন্যাশনাল স্কুল। টি৪ এডুকেশনের প্রতিষ্ঠাতা বিকাশ পোটা এই স্কুলের বিষয়ে জানিয়েছেন যে,  সংস্কৃতির বিকাশের ক্ষেত্রে এই স্কুল অগ্রণী ভূমিকা পালন করেছে। তাদের পড়াশোনার স্কিল ও উদ্ভাবন অনেক এগিয়ে।

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

এই তালিকায় দ্বিতীয় স্থানে নাম রয়েছে সিএম রাইজ মডেল এইচএসএস স্কুলের। এটি হল মধ্যপ্রদেশের ঝাবুয়ার একটি সরকারি স্কুল। তফসিলি উপজাতি ও অনগ্রসর শ্রেণীর শিশুদের দারিদ্রতা থেকে বের করে এনে তাদের স্বাস্থ্য শিক্ষা ও পুষ্টিকর খাবারের যোগানের পাশাপাশি সঠিক শিক্ষার আলো দেখিয়েছে তাদের। পড়ুয়াদের ‘স্বাস্থ্যকর জীবন’ এর দিকে নিয়ে এসে এই স্কুল ওয়ার্ল্ড বেস্ট স্কুল প্রাইজের সেরা ১০-এ নিজের নাম করে নিয়েছে।

সেরা দশ স্কুলের তালিকায় ভারতের পরবর্তী যে স্কুলের নাম রয়েছে সেটি হল জিএইচএসএস বিনোবা আম্বেদকর স্কুল। এটি হল মধ্যপ্রদেশের রতলামের একটি স্কুল। এখানে কিন্ডারগার্টেন থেকে মাধ্যমিক শ্রেণী পর্যন্ত পড়াশোনা করানো হয়। এই স্কুল তৈরি করা হয়েছিল মূলত আদিবাসী মেয়েদের শিক্ষাদান করার উদ্দেশ্যে।  জনশিক্ষায় উদ্ভাবনের আইকন হিসেবে পরিচিতি লাভ করায় এই স্কুল সেরা ১০ এ নিজের জায়গা করে নিয়েছে।

তালিকায় পরবর্তী যে স্কুলের নাম রয়েছে সেটি হল দিল্লির বসন্ত কুঞ্জের রায়ান ইন্টারন্যাশনাল স্কুল। এখানে কিন্ডারগার্টেন থেকে মাধ্যমিক ছেনি পর্যন্ত শিক্ষাদান করা হয়। এই স্কুলের আশেপাশে জলের অভাব এবং অনেক দূষণ ছিল। যার মোকাবিলা করে এই স্কুল জলের অভাব এবং দূষণের প্রতিরোধ করতে হাইড্রোপনিক্স এবং বায়োগ্যাস প্ল্যান্টের মতো উদ্ভাবনী প্রকল্প তৈরি করেছে।  ফলস্বরূপ এই স্কুল ওয়ার্ল্ড বেস্ট স্কুল প্রাইজের ‘এনভায়রনমেন্টাল অ্যাকশন’ বিভাগের সেরা ১০-এ নিজের জায়গা করে নিয়েছে।

তালিকায় পরবর্তী যে স্কুলের নাম রয়েছে সেটি হল তামিলনাড়ুর মাদুরাইয়ের কালভি ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল। শিক্ষা এবং খেলাধুলায় অগ্রণী ভূমিকা পালন করেছে এই স্কুল। বিশেষ করে সুবিধা বঞ্চিত ছাত্র-ছাত্রীদের সঠিক শিক্ষা ও খেলাধুলার  মাধ্যমে জীবনের সঠিক দিকে ফিরিয়ে এনেছে। কালভি ইন্টারন্যাশনাল স্কুল ‘কমিউনিটি কোলাবরেশন’ বিভাগে বিশ্বের সেরা ১০ স্কুলের তালিকায় নিজের স্থান অর্জন করেছে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Links)

WhatsApp গ্রুপে যুক্ত হন👉যুক্ত হন

Post Office Scheme: টাকা ডবল হবে পোস্ট অফিসের এই স্কিমে! সুদের হার জানলে খুশি হবেন

Ration Card e KYC: আর বেশি দেরি নেই, আর রেশন পাবেন না এই কাজ না করলে

Leave a Comment