7th Pay Commission: বর্ধিত DA-র টাকা অ্যাকাউন্টে ঢুকবে সেপ্টেম্বরেই, সরকারি কর্মীদের মাইনে কত হবে?

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

মহার্ঘ ভাতা (DA) এবং ডিয়ারনেস রিলিফ (DR) বৃদ্ধির অপেক্ষায় বসে আছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। সূত্র মারফত জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার খুব শীঘ্রই ডিএ (DA) ও ডিআর (DR) বৃদ্ধির ঘোষণা করতে পারে। কেন্দ্রীয় সরকার সাধারণত বছরে দু’বার জানুয়ারি এবং জুলাই মাসে ডিএ সংশোধন করে থাকে।

আসুন জেনে নেওয়া যাক ডিএ (Dearness Allowance) বৃদ্ধি পেলে কর্মচারীদের বেতন কতটা বৃদ্ধি পাবে।

ডিএ (DA) অর্থাৎ মহার্ঘ ভাতা কতটা বৃদ্ধি পাবে

সিপিআই-আইডাব্লিউ (CPI-IW)-এর তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, মহার্ঘ ভাতা ৩ শতাংশ পর্যন্ত কেন্দ্রীয় সরকার বাড়াতে পারে। সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) অধীনে পেনশনভোগী এবং কর্মচারীরা ডিআর (DR) এবং ডিএ (DA) পাবেন। এটি কার্যকর হবে জুলাই মাস থেকে।

আরও পড়ুন: অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে চাকরির সুযোগ! রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

কর্মচারীদের বেতন কতটা বৃদ্ধি পাবে

কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধি করলে সেটি নেট বেতনের সাথে যুক্ত হবে। যদি কোনো কর্মচারীর মূল বেতন ৫৫,২০০ টাকা হয় সেক্ষেত্রে ৫০% হারে তার মহার্ঘ ভাতা ২৭,৬০০ টাকা হবে। অপরদিকে মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়ে ৫৩% হলে তাদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়ে ২৯,২৫৬ টাকা হবে। সুতরাং হিসাব অনুযায়ী, কর্মচারীদের বেতন ২৯,২৫৬ টাকা – ২৭,৬০০ টাকা= ১,৬৫৬ টাকা বাড়বে।

প্রায় এক কোটি কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ (DA) ও ডিআর (DR) বৃদ্ধি পাবে

কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীরা মূল পেনশনের ৫০% ডিআর (DR) পান এবং কর্মচারীরা মূল বেতনের ৫০% ডিএ (DA) পান। ৭ই মার্চ ২০২৪ এ শেষবার ডিএ (DA) বৃদ্ধি করা হয়েছিল। এটি কার্যকর হয়েছিল ১লা জানুয়ারি, ২০২৪ থেকে। গতবছর ১৮ই অক্টোবর, ২০২৩-এ ডিএ (DA) বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। যদিও সেটি কার্যকর হয়েছিল ১লা জুলাই, ২০২৩ থেকে। কেন্দ্রীয় সরকার পরবর্তী ডিএ (DA) বৃদ্ধির ঘোষণা খুব শীঘ্রই করবে বলে মনে করা হচ্ছে। এর ফলে প্রায় এক কোটি কেন্দ্রীয় সরকারী কর্মচারী ও পেনশনভোগীরা সুবিধা পাবেন।

আরও পড়ুন: Airtel Plans: এয়ারটেলের দুর্দান্ত অফার! পাবেন প্রতিদিন 3GB ডেটা, 22+ অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন

কীভাবে মহার্ঘ ভাতা গণনা করা হয়

সিপিআই-আইডাব্লিউ (CPI-IW) ডেটার উপর নির্ভর করে মহার্ঘ ভাতা কতটা বৃদ্ধি পাবে। প্রতি মাসে এই তথ্য শ্রম মন্ত্রক প্রকাশ করে।