৮০,০০০ টাকা ঢুকবে অ্যাকাউন্টে! বিরাট ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের, কীভাবে পাবেন সুবিধা?

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে এইবার নয়া নির্দেশিকা জারি করা হলো। শহরের যেসব স্থানগুলিতে হকাররা বেআইনিভাবে স্থান দখল করে বসে আছে তাদের উচ্ছেদ করানো হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই মর্মে আদেশ দিয়েছেন প্রশাসনকে। শহরের পুরসভা এলাকাগুলিতে যেখানে হকাররা বেআইনিভাবে স্থান দখল করে সেই স্থানের হকারদের উচ্ছেদ করানো হবে।

মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) নির্দেশ অনুসারে বাসন্তী দেবী কলেজের সামনে এদিন অভিযান চালালেন গড়িয়াহাট থানার আধিকারিকরা। পাশাপাশি বেহালা থানার পুলিশও অত্র এলাকায় টহল দিতে শুরু করেছে।

মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) এরূপ নির্দেশে রাজ্যের হকারদের মাথায় চিন্তার ভাঁজ পড়েছে। হঠাৎ এরূপ নির্দেশ আসলে তারা কীভাবে জীবিকা নির্বাহ করবে। তাদের মূল আয়ের সংস্থানই ধ্বংস হয়ে যাচ্ছে। এই নিয়ে তারা শহরের একাধিক জায়গায় জোর দাবি সহ আন্দোলন চালায়। আর তাদের দিকটি ভেবে মুখ্যমন্ত্রী এই কাজটি একমাস স্থগিত রাখা নির্দেশ দেন। পাশাপাশি যেসব হ্যাকারদের উচ্ছেদ করানো হবে তাদের একটি প্রকল্পের মাধ্যমে আর্থিক সুবিধা প্রদান করা হবে। মুখ্যমন্ত্রীর চালু করা এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের পৌরসভা এলাকায় ব্যবসা করা হকারদের ৮০ হাজার টাকা দেওয়া হবে।

আরও পড়ুন: Cibil Score: CIBIL নিয়ে RBI জারি করলো ৫ নতুন নিয়ম, Loan নেওয়ার আগে অবশ্যই জেনে নিন

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

দুর্গা পূজার আগে হকারদের বিশেষ সুবিধা প্রদান করার জন্য আরও বিশেষ করে মুখ্যমন্ত্রী এই প্রকল্পটি চালু করেন। পৌরসভা এলাকায় বসবাসকারী হকাররা এই প্রকল্পের সুবিধা পাবে। ছোট ছোট ব্যবসায়ীরা যাতে তাদের ব্যবসা বড় করতে পারে তাই আর্থিক নিরাপত্তা প্রদানের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর নয়া এই প্রকল্পের উদ্বোধন।

এই প্রকল্পের মাধ্যমে ব্যবসায়ীদের মোট ৮০ হাজার টাকার ঋণ (Loan) প্রদান করা হয়ে থাকে। কিন্তু পুরোটাই একবারে দেওয়া হয় না। তিন দফায় এই টাকা ব্যবসায়ীর একাউন্টে ট্রান্সফার করা হয়। প্রথম দফায় ১০ হাজার টাকা ঋণ (Loan) প্রদান করা হয়। সেই ঋণ যদি ব্যবসায়ী শোধ করতে পারে তাহলে দ্বিতীয় দফায় দেওয়া হয় ২০ হাজার টাকা। এই ২০ হাজার টাকা (Loan) এক বছরের মধ্যে শোধ করতে হয়, তবে পরবর্তী ৫০ হাজার টাকা ঋণ (Loan) পাওয়া যায়।

আরও পড়ুন: সরাসরি সরকারি সংস্থা দামোদর ভ্যালি কর্পোরেশনে চাকরির সুযোগ! আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত জেনে নিন

Leave a Comment