সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে সার্ভেয়ার পদে নিয়োগ চলছে, দ্বাদশ পাশেই আবেদন করতে পারবেন

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

WB Surveyor Recruitment 2024: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। Society for Health and Demographic Surveillance কর্তৃক সার্ভেয়ার পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আপনি এখানে আবেদন করতে পারবেন। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। আসুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক।

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

পশ্চিমবঙ্গের জেলা লেভেলে Society for Health and Demographic Surveillance কর্তৃক কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post)

Society for Health and Demographic Surveillance কর্তৃক সার্ভেয়ার পদে কর্মী নিয়োগ করা হবে। এই পদে শুধুমাত্র বিবাহিত মহিলারাই আবেদন করতে পারবেন।

বয়সসীমা (Age Limit)

আবেদনকারী প্রার্থীদের বয়স ন্যূনতম ২৫ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

বেতন (Salary)

এই পদের জন্য মাসিক বেতন ১২,৫০০ টাকা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া (Application Process)

আবেদনকারী প্রার্থীকে নিজের নাম, স্বামীর নাম, ফোন নম্বর, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, বয়স ইত্যাদি উল্লেখ করে নিজের হাতে একটি আবেদনপত্র লিখে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউ এর দিন নির্দিষ্ট ঠিকানায় হাজির হতে হবে।

কী কী প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে?

  • উচ্চমাধ্যমিকের মার্কশিট
  • বয়সের প্রমাণপত্র
  • ভোটার/ আধার কার্ড
  • কমপক্ষে 6 মাসের কম্পিউটার কোর্স এর সার্টিফিকেট
  • স্থায়ী বসবাসকারীর প্রমাণপত্র

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

  • সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।
  • ছয় মাসের চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে। কর্মীর কাজের দক্ষতার ভিত্তিতে চুক্তি পরে বাড়ানো হতে পারে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

  • আবেদনকারী প্রার্থীকে সরকার স্বীকৃত যেকোনো বিদ্যালয় থেকে নূন্যতম উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে।
  • কমপক্ষে ৬ মাসের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।

ইন্টারভিউয়ের তারিখ ও স্থান (Date & Place of Interview)

  • ইন্টারভিউ এর তারিখ ২৬.০৬.২০২৪, বুধবার। এই দিন বেলা ১১ টার মধ্যে আবেদনকারী প্রার্থীদের অবশ্যই নির্দিষ্ট ঠিকানায় হাজির হতে হবে।
  • রুম নং – 24, রোনাল্ড রস বিল্ডিং (4th Floor), এস.এস.কে.এম হাসপাতাল (পি. জি), কোলকাতা – 700020 ঠিকানায় হাজির হতে হবে।

গুরুত্বপূর্ন লিংক (Important Links)

Leave a Comment