Yuvashree Prakalpa List: যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট প্রকাশ হয়েছে, নাম থাকলেই পাবেন ১৫০০/- টাকা! রইলো নাম দেখার পদ্ধতি

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

Yuvashree Prakalpa List: যুবশ্রী প্রকল্পের প্রাপকদের জন্য চলে এল এক দারুন খুশির খবর! পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের (Government of West Bengal) চালু করা অন্যতম এক সফল প্রকল্প হল যুবশ্রী প্রকল্প। রাজ্যের বহু বেকার যুবক যুবতী বিগত কয়েক বছর ধরে যুবশ্রী প্রকল্পে আবেদন করেও কোনরকম সুফল পাননি। এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাদের জন্যই দিল দুর্দান্ত এক সুখবর।

পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের আর্থিক সুযোগ সুবিধা প্রদান করার লক্ষ্যে এই প্রকল্প চালু করা হয়েছিল। বর্তমানে এই প্রকল্প রূপায়ন ও দেখভাল করার দায়িত্ব রয়েছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এর ওপর।

বিগত বেশ কয়েক মাস ধরে যুবশ্রী প্রকল্পের সমস্ত কার্যকলাপ বন্ধ ছিল লোকসভা নির্বাচনের কারণে। ১ লা জুন লোকসভা নির্বাচন শেষ হয়েছে এবং ৪ ঠা জুন  ফলাফলও প্রকাশিত হয়ে গিয়েছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এরাজ্যে নির্বাচনে অভূতপূর্ব ফলাফল হওয়ার পর পরই রাজ্যের বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে লক্ষ্মীর ভান্ডারের টাকা।

এবার যুবশ্রী প্রকল্পের প্রাপকদের জন্য দারুণ এক সুখবর জানানো হয়েছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই সুখবরটি হল এমপ্লয়মেন্ট ব্যাংক এর পক্ষ থেকে যুবশ্রী প্রকল্পের নতুন প্রাপকদের এক তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে। অসংখ্য নাম রয়েছে এই প্রকাশিত তালিকায়।

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

বিগত বছরগুলিতে আবেদন করেও যারা কোনোরূপ ফলাফল পাচ্ছিলেন না, তাদের নাম চলে আসতে পারে এমপ্লয়মেন্ট ব্যাংক এর প্রকাশিত এই যুবশ্রী প্রকল্পের নতুন প্রাপক তালিকায়। তাই আর অপেক্ষা কীসের? এখনই এমপ্লয়মেন্ট ব্যাংক অফিসিয়াল ওয়েবসাইটে যান আর তালিকাটি ডাউনলোড করে দেখে নিন সেই তালিকায় আপনার নাম আছে কিনা।

নতুন প্রাপক তালিকা দেখবেন কীভাবে?

১) প্রথমে আপনার কাছে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের গুগল ক্রমে গিয়ে ‘emplymentbank.wb.gov.in‘ লিখে সার্চ করতে হবে।

২) হোম পেজে থাকা ‘VIEW YUVASHREE NEW WAITING LIST‘ অপশনটা  ক্লিক করুন।

৩) তারপর সম্পূর্ণ তালিকাটি আপনার মোবাইল ফোনে ডাউনলোড হয়ে যাবে।

৪) সেই তালিকা থেকে সমস্ত নাম ভালোভাবে দেখে নিজের নাম খুঁজে নিন কিংবা ওপরে থাকা সার্চ বাটনে নিজের নাম লিখে সার্চ করে নিতে পারেন।

নিজের নাম তালিকায় খুঁজে পেলে তারপর কী করবেন?

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের মাসিক ১৫০০/- টাকা থেকে ২৫০০/- টাকা পর্যন্ত ভাতা দেওয়া হয়ে থাকে। রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর পক্ষ থেকে এই নতুন তালিকা প্রকাশ হওয়ার পর ইচ্ছুক প্রাপকদের Annexure I ও Annexure II নামের আরও দুটি ফর্ম ফিলাপ করতে হবে।

Annexure 1 এর মাধ্যমে নেওয়া হবে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস এবং Annexure II এর মাধ্যমে  যেকোনো গ্রুপ A অফিসারের থেকে নিজের বেকারত্বের সার্টিফিকেট সই করিয়ে জমা দিতে হবে প্রাপকদের। জুলাই মাসের ৭ তারিখের মধ্যে এই সমস্ত প্রক্রিয়া শেষ করতে হবে। আপনার নাম যদি প্রকাশিত তালিকায় এসে থাকে তবে এর পরবর্তী ধাপে যাওয়ার জন্য এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত লক্ষ্য রাখুন।

Leave a Comment