UGC NET June 2024 Exam Cancelled: কিছুদিন ধরেই নিট (NEET) পরীক্ষা ঘিরে বিতর্ক চলছে। এরই মধ্যে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এর তরফ থেকে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (UGC) আয়োজিত নেট (National Eligibility Test-NET) পরীক্ষাটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
UGC NET পরীক্ষাটি ১৮ তারিখ মঙ্গলবার দিনই আয়োজিত হয়েছিল। কিন্তু এরপর দিনেই অর্থাৎ বুধবার পরীক্ষাটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। UGC NET পরীক্ষাটি ১৮ তারিখ দুটি শিফটে নিয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, এই পরীক্ষাটি ফের নতুন করে নেওয়া হবে। এই বিষয়ে খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।
সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে, অনিয়ম সংক্রান্ত অভিযোগের জন্যই এই বছর জুন মাসের UGC NET পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু এটুকুই নয়, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (UGC) বুধবার দিন ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালাইসিস ইউনিট এর কাছ থেকে কিছু তথ্য পেয়েছে।
সেই তথ্য থেকেই জানা যাচ্ছে, পরীক্ষায় বেশ কিছু অনিয়ম দেখা গিয়েছে। ‘প্রশ্ন ফাঁস’ সংক্রান্ত অনিয়মের বিষয়টিই প্রথমে নজরে এসেছে। সেই জন্যই পরীক্ষায় স্বচ্ছতার প্রশ্নের জন্য পুরো পরীক্ষাটাই বাতিল করার জন্য কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কাছে বার্তা পাঠায় UGC NET পরীক্ষাটির আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। সংবাদসংস্থা সূত্রে খবর, এই ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়া হয়েছে।
এই বছরেই প্রশ্ন ফাঁসের অভিযোগে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET) পরীক্ষা বাতিল করার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে। গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট সেই মামলার শুনানিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) কাছে জবাব তলব করেছে। সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে, নিট পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে, এর জবাব ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে (NTA) দিতে হবে।
কিন্তু নিট (NEET) পরীক্ষায় যে সমস্ত ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হয়েছেন তাদেরকে আশ্বাস দিয়েছে সুপ্রিম কোর্ট। নিট (NEET) পরীক্ষায় গড়মিলের জন্য কাউন্সিলিং বন্ধ রাখার দাবি করা হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে এখনই কাউন্সিলিং বন্ধ হচ্ছে না। এর সাথে সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, এখনই সিবিআই তদন্তের প্রয়োজন নেই।
অবকাশকালীন বেঞ্চের তরফে, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি বিক্রম নাথ এর মতামত, সমস্ত পক্ষের কথা না শুনে এখনই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া যাবে না। নিট (NEET) পরীক্ষাকে নিয়ে চারটি মামলার পরিপ্রেক্ষিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে (NTA) সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফ থেকে নোটিশ জারি করা হয়েছে। সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ২ সপ্তাহের মধ্যে ওই নোটিশের জবাব দিতে হবে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে (NTA)। এই মামলার পরবর্তী শুনানির তারিখ ৮ জুলাই । ডাক্তারি প্রকাশিকা পরীক্ষার পরে এবার গবেষণা করার পরীক্ষা UGC NET নিয়ে অনিয়ম সংক্রান্ত অভিযোগের বিতর্ক শুরু হল।