UGC Post Graduation: এবার পোস্ট গ্র্যাজুয়েশন করার ক্ষেত্রে বদলে গেল নিয়ম! UGC-র নয়া ফ্রেমওয়ার্ক

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

Post Graduation New Rule: পড়ুয়াদের জন্য বিশেষ সুখবর দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)। যারা চার বছরের গ্র্যাজুয়েশনের পরে পোস্ট গ্র্যাজুয়েশন বা স্নাতকোত্তর পড়াশোনার জন্য ইচ্ছুক তাদের জন্য নতুন সিদ্ধান্ত UGC-র।

গৃহীত এই নতুন সিদ্ধান্ত অনুসারে পোস্ট গ্রেজুয়েশন চলাকালীন সময়ে কোন পড়ুয়া যদি চায় পড়াশোনা ছেড়ে দেবে তাহলে সে যে কোনও সময় পড়াশোনা ছেড়ে দিতে পারে। পরবর্তীতে আবার যেকোনো সময় এটি শুরু করা যাবে। যদি কোন পড়ুয়া ৩ বছরের স্নাতক কোর্স করেন তবে এরপরে তিনি ডিগ্রী হিসেবে দুবছরের স্নাতকোত্তর কোর্স বেছে নিতে পারেন।

এরপরে পড়ুয়ারা স্নাতকোত্তর কোর্স চলাকালীন দ্বিতীয় বছরে পুরোপুরি রিসার্চে মনোযোগ দিতে পারেন। আর যদি কোনও পড়ুয়া ৪ বছরের অনার্স বা রিসার্চের পাশাপাশি অনার্স কোর্স করে থাকেন, সেক্ষেত্রে তিনি তার ইচ্ছা মত ১ বছরের স্নাতকোত্তর ডিগ্রি নিতে পারেন।

ইউজিসি-র (UGC) নতুন নিয়ম অনুসারে পড়ুয়ারা তাদের নিজের পছন্দমত কোর্স করবে। যদি কোন পড়ুয়া গ্রাজুয়েশনে একটি বিষয় নিয়ে পড়ে তবে পোস্ট গ্রাজুয়েশনে চাইলে অন্য বিষয় নিয়ে পড়তে পারে। পাশাপাশি অনলাইন অথবা অফলাইন যেকোনো  দুটির মধ্যে একটি পদ্ধতি তারা বেছে নিতে পারবে।

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

নতুন নিয়ম অনুসারে, কোন পড়ুয়া যদি ৪ বছরের BE-BTech কোর্স করে তাহলে পাস করার পরে তাকে পোস্ট গ্র্যাজুয়েশন (Post Graduation) হিসেবে দুবছরের কোর্স করতে হবে। আর এই বিষয়ে অন্যান্য কোর্সের ক্ষেত্রে স্নাতকোত্তর একবছরেরও করা যাবে।

দুই বছরের স্নাতকোত্তর কোর্সে প্রতিটি শিক্ষার্থীকে ২৬০ ক্রেডিট পয়েন্ট পেতে হবে। ইউজিসি (UGC) দ্বারা জারি করা নতুন নিয়ম সকল বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানকে মেনে চলার নির্দেশ দিয়েছে।

ন্যাশনাল ক্রেডিট ফ্রেমওয়ার্ক (NCF) -এর সাথে যুক্ত হবে PG ফ্রেমওয়ার্ক। এর মধ্যে পড়ুয়াদের পড়াশোনা, ক্রেডিট জমা, অ্যাসাইনমেন্ট, এবং পড়াশোনা সংক্রান্ত অন্যান্য সমস্ত বিষয়ের হিসাব নিকাশ থাকবে।

নতুন এই সুবিধা চালু করা হয়েছে পড়ুয়াদের সুবিধার কথা ভেবে। যেসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে সেখানে ১ বছর, ২ বছর এবং ইন্টিগ্রেটেড ৫ বছরের কোর্স এর পাশাপাশি একাধিক স্নাতকোত্তর কোর্স করার বিশেষ সুবিধা প্রদান করা হয়েছে।  

এই সমস্তই চালু করা হয়েছে শিক্ষার্থীদের সুবিধার কথা ভেবে পাশাপাশি বর্তমানে AI ও মেশিন লার্নিংয়ের মতো প্রযুক্তির বিষয়ে পড়াশোনা করার সুযোগ সুবিধা রয়েছে। ইউজিসি কর্তৃক নতুন এই যে নিয়মগুলি চালু করা হয়েছে সেই বিষয়ে ইউজিসি-র চেয়ারম্যান অধ্যাপক ড. এম. জগদীশ কুমার একাধিক বিষয়ে মন্তব্য করেছেন।

তিনি জানিয়েছেন যে, সমস্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নতুন চালু করা এই নিয়ম মেনে চলতে হবে। পড়ুয়াদের সুবিধার কথা ভেবে বিশ্ববিদ্যালয়গুলিকে নতুন নিয়ম মেনে চলার জন্য বলা হয়েছে। পাশাপাশি জাতীয় উচ্চ শিক্ষা যোগ্যতা কাঠামো (NHEQF) এবং জাতীয় ক্রেডিট ফ্রেমওয়ার্ক (NCrf) সহ বিশ্ববিদ্যালয়গুলি যেন বিষয়সমূহ পরিবর্তন করার অনুমোদন দেয়। নতুন এই নিয়ম চালু হলে পড়ুয়ারা বিশেষভাবে উপকৃত হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Links)

WhatsApp গ্রুপে যুক্ত হন👉যুক্ত হন

Leave a Comment