যাদের রেশন কার্ড (Ration Card) রয়েছে কিন্তু এখনও পর্যন্ত ই-কেওয়াইসি (e KYC) করাননি তাদের সরকারের তরফ থেকে দ্রুত এই কাজটি সম্পন্ন করতে বলা হয়েছে, অন্যথায় তারা রেশন পাবেনা। অনেকেই জানেন না যে, ই কেওয়াইসি (e KYC) কী! বা সেটি কীভাবে করতে হয়? আজকে আমরা এই প্রতিবেদনে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন জেনে নেওয়া যাক।
দেশের দরিদ্র মানুষদের সরকার রেশন (Ration) প্রদান করে থাকে। করোনা অন্তর্বর্তীকালীন সময় থেকে বিনামূল্যে বা অল্প টাকার মাধ্যমে সাধারণ মানুষকে এই রেশন পরিষেবা দিয়ে আসছে সরকার। তবে সরকারের নতুন নিয়ম অনুযায়ী রেশন দোকান থেকে রেশন পেতে গেলে ই কেওয়াইসি (e KYC) করা বাধ্যতামূলক। যারা এখনো পর্যন্ত এটি করেনি তারা দ্রুত করে ফেলুন কারণ সময় খুব কম।
ই কেওয়াইসি (e KYC) করার জন্য আপনি যেখান থেকে রেশন গ্রহণ করেন সেই রেশন দোকানে যেতে হবে। সেখানে রেশন ডিলার POS মেশিনে আপনার আঙুলের ছাপ দিয়ে আপনার ই-কেওয়াইসি (e KYC) করিয়ে দেবে।
আপনার পরিবারের যেসব সদস্যের নাম রেশন কার্ডে (Ration Card) রয়েছে তাদের ই-কেওয়াইসি (e KYC) করাও বাধ্যতামূলক। রেশন নিয়ে অনেক কারচুপি হাওয়ায় সরকার এই নতুন পদ্ধতি চালু করেছে। আবার অনেকে মৃত ব্যক্তির নামে রেশন তুলে থাকে তাই এইসব অনৈতিক কাজ বন্ধ করতে সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে।
প্রত্যেক রেশন কার্ডধারী ব্যাক্তি বিনামূল্যে ই কেওয়াইসি (e KYC) করতে পারবে এর জন্য কোন প্রকার অর্থ লাগবে না। কিন্তু কেউ যদি ই কেওয়াইসি (e KYC) না করেন তাহলে পরবর্তীতে সে আর রেশন পাবে না। ই কেওয়াইসি (e KYC) করার শেষ তারিখ হল ৩০ জুন ২০২৪। এই নির্দিষ্ট তারিখের মধ্যে কেউ যদি ই কেওয়াইসি (e KYC) না করে তাহলে পরের মাস থাকে সে আর রেশন পাবে না।
প্রসঙ্গত উল্লেখ্য, এই বিষয়ে একটি সতর্কতাবাণী অবশ্যই মনে রাখা উচিত যে ই কেওয়াইসি (e KYC) সংক্রান্ত কোনো মেসেজ যদি কারো ফোনে যায় এবং কোন লিংকে ক্লিক করার কথা বলে তাহলে এই সমস্ত মেসেজগুলো সম্পূর্ণ এড়িয়ে চলবেন কারণ ই কেওয়াইসি (e KYC) শুধুমাত্র ডিলার এর কাছে করা হয়। তাই এই সমস্ত বিভ্রান্তি এড়িয়ে চলুন এবং নির্দিষ্ট পথে ঝামেলা মুক্তভাবে রেশন কার্ডের ই কেওয়াইসি (Ration Card e KYC) করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Links)
আরও পড়ুন: