Holiday List (জুলাই মাসে সরকারি ছুটি ২০২৪): সবেমাত্র সব জায়গায় গ্রীষ্মের ছুটি শেষ হয়েছে। স্কুলগুলি সব খুলে গিয়েছে। দীর্ঘদিন ছুটি কাটিয়ে স্কুলগুলিতে ফের পুরোদস্তুর পঠনপাঠন শুরু করার সময় এই জুলাই মাস। তবে এইসময়ে স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিছু বিশেষ কারণে কিছু ছুটি দেওয়া হয়ে থাকে। জুলাই মাসে কবে কবে স্কুল ও কলেজ বন্ধ থাকবে সে সম্পর্কে আজকের প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক।
জুলাই মাসে সাপ্তাহিক ছুটি ছাড়া বিশেষ কিছু কারণে কয়েকদিন মাত্র স্কুল-কলেজে ছুটি থাকবে। বিগত জুন মাসকে গরমের ছুটির মাস বলা হয় ভারতীয় শিক্ষা ব্যবস্থায়।
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানেই এরই মধ্যে গ্রীষ্মের ছুটি শেষ হয়ে এসেছে। কোনো জায়গায় স্কুল শুরু হয়ে গিয়েছে আবার কোনো জায়গায় স্কুল খোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
জুলাই মাসে দেশের প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানেই নিশ্চিত ভাবেই কয়েকটি ছুটি থাকছে। তবে এলাকা ও রাজ্য বিশেষে কিছু ছুটি এই তালিকায় যোগ হতে পারে। জুলাই মাস ঠিক কতগুলি ছুটি আছে? জেনে নেওয়া যাক জুলাই মাসের ছুটির তালিকা।
ছুটি সকলের কাছেই এক আনন্দের বিষয়। রোজকার একঘেয়ে জীবনে একটু আনন্দের ছোঁয়া নিয়ে আসে ছুটি। দৈনন্দিন পড়াশোনা ও সিলেবাস এর চাপ সামলে যদি একটু ছুটি পাওয়া যায় তবে কার না ভালো লাগে। এই জন্যই একটু ছুটির স্বাদ পেতে চান শিক্ষার্থীদের থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী সকলেই।
স্কুলগুলির ছুটি সাধারণত নির্ধারিত হয় প্রতিটি রাজ্যের শিক্ষা বোর্ডের অ্যাকাডেমিক ক্যালেন্ডারের উপর ভিত্তি করে। তবে সারাবছর এই তালিকার বাইরেও কিছু অতিরিক্ত ছুটি দিতে পারে স্কুলগুলি। রাজ্য ও এলাকা ভেদে আরও কিছু ছুটি তালিকায় যুক্ত হতে পারে।
প্রতি মাসের মতো জুলাই মাসেও আছে চারটি রবিবার, তাই স্কুলগুলিতে এই চারদিন সাপ্তাহিক ছুটি থাকছেই। আবার কোনো জায়গায় দ্বিতীয় ও চতুর্থ শনিবারও ছুটি থাকে।
জুলাই মাসে চারটি রবিবারে সাপ্তাহিক ছুটির পাশাপাশি আরও একদিন ছুটি থাকবে। ১৭ জুলাই বুধবার মহরম এর জন্য সারা ভারত জুড়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
জুলাই মাসের ছুটির তালিকা:
১) ৭ জুলাই,২০২৪ – প্রথম রবিবার
২) ১৩ জুলাই,২০২৪ – দ্বিতীয় শনিবার
৩) ১৪ জুলাই,২০২৪ – দ্বিতীয় রবিবার
৪) ১৭ জুলাই,২০২৪ – মহরম
৫) ২১ জুলাই,২০২৪ – তৃতীয় রবিবার
৬) ২৭ জুলাই,২০২৪ – চতুর্থ শনিবার
৭) ২৮ জুলাই,২০২৪ – চতুর্থ রবিবার
এই ছুটির তালিকা ছাড়াও আরও কিছু অতিরিক্ত ছুটি থাকতে পারে রাজ্য, এলাকা, স্কুল এবং কলেজের ভিত্তিতে। তবে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের এই তালিকার পাশাপাশি স্কুলের ডায়েরি বা অফিসিয়াল ওয়েবসাইট বা পোর্টালে দেওয়া ছুটির তালিকা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানই তাদের প্রতিষ্ঠানের ছুটির তালিকা নির্দিষ্ট মাধ্যমে পড়ুয়াদেরকে অবহিত করে থাকে।
আরও পড়ুন:
India Post Recruitment 2024: ভারতীয় পোস্ট অফিসে ৩০,০০০ শূন্যপদে চাকরির সুযোগ! মাধ্যমিক পাশেই আবেদন করা যাবে
FSSAI-এ ডিরেক্টর ও অফিসার পদে নিয়োগ চলছে, কারা কীভাবে আবেদন করবেন? রইলো বিস্তারিত