Teacher Recruitment: ২,৬২৯টি শিক্ষক পদে আবেদনের সংশোধিত তারিখ ঘোষিত হলো, কী ভাবে আবেদন করবেন?

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

ওডিশা সাব-অর্ডিনেট স্টাফ সিলেকশন কমিশন (OSSC)-এর তরফ থেকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সবকটি পদ মিলিয়ে মোট ২৬২৯টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের এই চাকরির পদে আবেদনের জন্য আহবান করা হয়েছে। নিম্নে এই চাকরি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো-

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

ওডিশা সাব-অর্ডিনেট স্টাফ সিলেকশন কমিশন (ওএসএসসি)-এর তরফ থেকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম (Name of the Post)

OSSSC-এর তরফ থেকে ডিজিটি (কলা), টিজিটি (সাইন্স-পিজিএম), হিন্দি, শারীর শিক্ষা, উপজাতীয় ভাষা এবং সেবক/সেবিকা ইত্যাদি বিষয়গুলিতে শিক্ষক নিয়োগ করা হবে।

আরও পড়ুন: Budget 2024: মাসিক ১০ হাজার টাকা, কেন্দ্র সরকারের এই স্কিম নিয়ে বাজেটে বিরাট ঘোষণা!

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

মোট শূন্যপদ (Total Vacancy)

সবকটি পদ মিলিয়ে মোট ২৬২৯টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

বয়সসীমা & বেতন(Age Limit & Salary)

বয়স সীমা ও বেতন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানুন এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট অথবা নোটিশ থেকে।

আরও পড়ুন: SBI Fraud Alert: স্টেট ব্যাঙ্কের নামে নতুন প্রতারণার ফাঁদ! না জানলে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট!

আবেদন প্রক্রিয়া (Application Process)

ইচ্ছুক প্রার্থীর আবেদন করতে পারবে OSSSC-এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট https://osssc.gov.in/Public/OSSSC/Default.aspx থেকে।

নির্বাচন প্রক্রিয়া (selection process)

লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীদের যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী অর্জন করে রাখতে হবে।

আরও পড়ুন: WBCS 2023 Prelims Result and Cut-off: WBCS প্রিলি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো! রইল তালিকা

আবেদনের শেষ তারিখ (Last date of application)

এই চাকরির পদে আবেদন করা যাবে আগামী ৩১ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত।

আরও পড়ুন: Jio Unlimited 5G: Jio দিচ্ছে আনলিমিটেড 5g মাত্র ৫১ টাকায়! এছাড়াও রয়েছে এই ৩ দুর্দান্ত রিচার্জ প্ল্যান