Punjab National Bank Recruitment 2024: HUMAN RESOURCES DIVISION, HEAD OFFICE-এর তরফ থেকে Punjab National Bank-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ১০২৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের আবেদনের জন্য বলা হয়েছে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
HUMAN RESOURCES DIVISION, HEAD OFFICE-এর তরফ থেকে Punjab National Bank-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম (Name of the Post)
Punjab National Bank-এ যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল নিম্নরূপ-
- Officer-Credit
- Manager-Forex
- Manager-Cyber Security
- Senior ManagerCyber Security
মোট শূন্যপদ (Total Vacancy)
এক্ষেত্রে মোট ১০২৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
আরও পড়ুন: ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরির সুযোগ, বিস্তারিত জেনে নিন (Data Entry Operator recruitment 2024)
বয়সসীমা (Age Limit)
এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের বয়সসীমা ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
এই পদে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। নিম্নে আবেদনের পদ্ধতি তুলে ধরা হলো-
১) আবেদনের জন্য প্রথমে এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) সেখানে নিজের বৈধ ফোন নম্বর এবং ইমেইল আইডির সাহায্যে রেজিস্ট্রেশন করে লগইন করতে হবে।
৩) এরপর আবেদনের লিংকে ক্লিক করে সেখান থেকে আবেদনের ফর্মটি ডাউনলোড করে নিজের উপযুক্ত তথ্য দ্বারা সঠিকভাবে পূরণ করতে হবে।
৪) পূরণ করা হয়ে গেলে এর সঙ্গে নিজের প্রয়োজনীয় তথ্যগুলি যেমন নিজস্ব স্বাক্ষর, ফটো সহ অন্যান্য ডকুমেন্টসগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
৫)সব শেষে ফাইনাল সাবমিট করার আগে আবেদন ফি প্রদান করে আবেদনের কাজ সম্পূর্ণ করতে হবে।
আবেদন ফি (Application Fee)
আবেদন ফি হিসেবে জেনারেল প্রার্থীদের ১১৮০ টাকা প্রদান করতে হবে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের ৫৯ টাকা প্রদান করতে হবে।
নির্বাচন প্রক্রিয়া (selection process)
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শূন্য পদে যারা আবেদন করবে তাদের দুটি লিখিত পরীক্ষার ভিত্তিতে নির্বাচন করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের B.E./ B.Tech in Computer Science/ Information Technology/ Electronics and Communications Engineering বা M.Tech/MBA ডিগ্রী থাকতে হবে। তবে পদের ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতাও ভিন্ন রয়েছে।
আবেদনের শেষ তারিখ (Last date of application)
এই পদে আবেদনের কাজ শুরু হয়েছে গত ০৭.০২.২০২৪ তারিখ থেকে। আবেদনের কাজ চলবে ২৫.০২.২০২৪ তারিখ পর্যন্ত।