বর্তমান সময়ের বেকারত্ব ভয়াবহ একটি সমস্যায় দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকার (Government of India) ও রাজ্য সরকার এই ভয়াবহ সমস্যাটিকে মেটানোর জন্য ও যুবকরা যাতে কিছু আর্থিক সাহায্য পেয়ে স্বনির্ভর হয়ে উঠতে পারে তার জন্য একাধিক প্রকল্প চালু করেছে। এই সব প্রকল্পের মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা এবং প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা ইত্যাদি। প্রকল্পগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো-
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (Pradhan Mantri Kaushal Vikas Yojana)
দেশের যুবকদের স্বনির্ভর করার লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী প্রথম এই প্রকল্পটি চালু করেন ২০১৫ সালের জুলাই মাসে। এই প্রকল্পের অপর নাম প্রধানমন্ত্রী যুব প্রশিক্ষণ কর্মসূচি। এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হয়। প্রশিক্ষণের শেষের যুবকদের একটি সার্টিফিকেট দেওয়া হয় যা যেকোনো বেসরকারি বা সরকারি সেক্টরে চাকরি পেতে সাহায্য করবে। আবার কোন যুবক যদি চায় এ সার্টিফিকেট এর সাহায্যে নিজের ব্যবসা শুরু করতে পারে।
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (Pradhan Mantri Mudra Yojana)
কেন্দ্রীয় সরকারের অধীনে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (Pradhan Mantri Mudra Yojana) (PMMY) প্রকল্পটি প্রথম চালু হয় ২০১৫ সালে। দেশে বেকারত্ব সমস্যা সমাধানের লক্ষ্যে এবং যুবকরা যাতে কিছু মাত্র আর্থিক সাহায্য পেয়ে নিজেরা স্বনির্ভর হতে পারে সেই কারণে মোদী সরকার এই প্রকল্পটি প্রথম চালু করেন। প্রধানমন্ত্রীর এই প্রকল্পের মাধ্যমে দেশের যুবকদের ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুবিধা প্রদান করা হয়।
আরও পড়ুন: BECIL-এ ডেটা এন্ট্রি অপারেটর-সহ বিভিন্ন পদে নিয়োগ চলছে, রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত
যারা বেকার অবস্থায় রয়েছেন এবং ছোটখাটো কোন ব্যবসা শুরু করতে চাইছেন কিন্তু অর্থ পাচ্ছেন না তারা এই প্রকল্পের মাধ্যমে ঋণ নিয়ে নিজেদের ব্যবসা শুরু করতে পারেন। তবে এই প্রকল্পে ঋণের ভাগ রয়েছে সেগুলি হল নিম্নরূপ-
১) শিশু ঋণ- এর মাধ্যমে ঋণগৃহীতাকে ৫০০০০ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়।
২) কিশোর ঋণ- এর মাধ্যমে ঋণগৃহীতাকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়।
৩) তরুণ ঋণ- এর মাধ্যমে ঋণগৃহীতাকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়।
আরও পড়ুন: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক নিয়োগ চলছে, জানুনয়ন বিস্তারিত
প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা (PM SVANidhi Yojana)
কেন্দ্রীয় সরকারের (Government of India) তরফ থেকে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা (PM SVANidhi Yojana) প্রকল্পটি রাস্তার বিক্রেতাদের আর্থিক সাহায্য প্রদান করার উদ্দেশ্যে চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ৫০,০০০ টাকা পর্যন্ত ঋণের সুবিধা প্রদান করা হয়ে থাকে।
ছোট ছোট ব্যবসায়ী বা বিক্রেতাদের ব্যবসা বড় করার উদ্দেশ্যে যাতে তারা আর্থিক সুবিধা পায় তার জন্য প্রধানমন্ত্রী এই প্রকল্পটি ২০২০ সালে প্রথম চালু করেন। এই প্রকল্পের মাধ্যমে তিনটি কিস্তির দ্বারা আবেদনকারীদের টাকা দেওয়া হয়। আর এই টাকা ১২ মাসের মধ্যে পরিশোধ করতে হয়।
আরও পড়ুন: BSNL Recharge Plans: এবার BSNL দিচ্ছে নামমাত্র টাকায় আনলিমিটেড কল ও দারুণ ইন্টারনেটের সুবিধা!
প্রথম বারে ১০ হাজার টাকা মত ঋণের আবেদন করা যায় যা ১২ মাসের মধ্যে পরিশোধ করলে পরবর্তী দিনের জন্য আবেদন করা যাবে। এর পরবর্তী ঋণ হিসেবে আবেদনকারীকে ২০ হাজার টাকা ঋণ দেওয়া হয় এবং সেদিন পরিশোধ করলে তাদের তৃতীয়বারের জন্য ৫০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়ে থাকে।