RRB Recruitment 2024: ভারতীয় রেলে ৭,৯৫১টি শূন্যপদে নিয়োগ চলছে, রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

RRB Recruitment 2024: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (Railway Recruitment Board)-এর তরফ ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল, সুপারিনটেনডেন্ট (ডিএমএস) সহ আরো একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। সব কটি পদ মিলিয়ে মোট ৭ হাজার ৯৫১ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। নিয়োগের পর প্রতি মাসে ৩০ হাজার এর বেশি করে বেতন প্রদান করা হবে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো –

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (Railway Recruitment Board)-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নাম (Name of the Post)

যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল নিম্নরূপ-

১) জুনিয়র ইঞ্জিনিয়ার
২) ডিপো মেটেরিয়াল
৩) সুপারিনটেনডেন্ট (ডিএমএস)
৪) কেমিক্যাল ও মেটালার্জিকাল অ্যাসিস্ট্যান্ট

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

আরও পড়ুন: Ration Card: রেশন কার্ড করা যাবে না বাড়িতে ফ্রিজ থাকলে! জেনে নিন সরকারি নিয়ম

মোট শূন্যপদ (Total Vacancy)

সব কটি পদ মিলিয়ে মোট ৭ হাজার ৯৫১ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

বেতন (Salary)

কেমিক্যাল সুপারভাইজার, রিসার্চ অ্যান্ড মেটালার্জিকাল সুপারভাইজার এবং রিসার্চ পদে যাদের নিয়োগ করা হবে সেই সব প্রার্থীদের প্রতি মাসে ৪৪ হাজার ৯০০ টাকা করে বেতন দেওয়া হবে। আর জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট এবং কেমিক্যাল ও মেটালার্জিকাল অ্যাসিস্ট্যান্ট পদে যাদের নিয়োগ করা হবে তাদের প্রতি মাসে ৩০,৪০০ টাকা করে বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া (Application Process)

আগ্রহী প্রার্থীদের RRB-এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট indianrailways.gov.in-এ গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।

আরও পড়ুন: আলিয়া বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ চলছে, প্রতি মাসে সাম্মানিক ১৮,০০০ টাকা

আবেদন ফি (Application Fee)

আবেদন ফি হিসেবে প্রার্থীদের ৫০০ টাকা প্রদান করতে হবে। তবে SC/ST, মহিলা প্রার্থী, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু ক্যাটাগরির ও প্রাক্তন সৈনিকদের আবেদন ফি হিসেবে ২৫০ টাকা প্রদান করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

প্রত্যেকটি পদে আবেদনের জন্য প্রার্থীদের আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগবে এই ব্যাপারে বিস্তারিত জানুন এর মূল অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার অতীত, আর ১০০০ টাকা নয়, মহিলাদের ৫০০০ টাকা দেবে রাজ্য সরকার

আবেদনের শেষ তারিখ (Last date of application)

সংশ্লিষ্ট চাকরির পদে আবেদন শুরু হয়েছে বিগত ২৯ জুলাই, ২০২৪ তারিখ থেকে এবং এই আবেদনের কাজ চলবে আগামী ২৯ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত।

আরও পড়ুন: SSC: ২০০৬টি শূন্যপদে নিয়োগ চলছে এসএসসি-র মাধ্যমে, উচ্চমাধ্যমিক পাসে আবেদনের সুযোগ