এসএসসি (West Bengal School Service Commission) হলফনামা দিয়ে জানায়, গ্রুপ সি এবং গ্রুপ ডি, নবম-দশম, একাদশ-দ্বাদশ সব মিলিয়ে নিয়মের বাইরে গিয়ে চাকরি পেয়েছেন ১২১২ জন।
সেই হলফনামাটিতে বলা হয়েছে, এসএসসি (WBSSC) সেই ১২১২ জনের মধ্যে কারোর নামই সুপারিশ করেনি। মধ্যশিক্ষা পর্ষদ থেকে এই ১২১২ জনের তথ্য পাওয়া গিয়েছে।
এসএসসি (School Service Commission) শীর্ষ আদালতে (Supreme Court) জানায়, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গ্রুপ সি বিভাগে ৩৮১ জন বেআইনিভাবে চাকরি পেয়েছেন। এই ৩৮১ জনের মধ্যে ২৪৯ জন প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছেন। বাকি ১৩২ জন মেধাতালিকায় যোগ্যদের বঞ্চিত করে চাকরি পেয়েছেন।
আরও পড়ুন: RRB Recruitment 2024: ভারতীয় রেলে ৭,৯৫১টি শূন্যপদে নিয়োগ চলছে, রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত
গ্রুপ ডি বিভাগে ৬০৮ জন বেআইনিভাবে চাকরি পেয়েছেন। ২৭৩ জন মেধাতালিকায় যোগ্যদের বঞ্চিত করে চাকরি পেয়েছেন। বাকি ৩৭১ জন প্যানেলে নাম না থাকা সত্ত্বেও চাকরি পেয়েছেন। শুধুমাত্র গ্রুপ সি গ্রুপ ডি কর্মীই নয়, নবম দশমের শিক্ষক নিয়োগও বেআইনিভাবে হয়েছে।
নবম-দশম শ্রেণীতে ১৮৫ জন চাকরি পেয়েছেন বেআইনিভাবে। প্যানেলে নাম না থাকা সত্ত্বেও চাকরি পেয়েছেন ১১১ জন। মেধাতালিকায় যোগ্যদের বঞ্চিত করে চাকরি পেয়েছেন ৭৪ জন।
আরও পড়ুন: Ration Card: রেশন কার্ড করা যাবে না বাড়িতে ফ্রিজ থাকলে! জেনে নিন সরকারি নিয়ম
এছাড়াও একাদশ-দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াও বেআইনিভাবে হয়েছে। একাদশ-দ্বাদশ শ্রেণীতে ৩৮ জনের নিয়োগ বেআইনিভাবে হয়েছে। এদের মধ্যে প্যানেলে নাম না থাকা সত্ত্বেও চাকরি পেয়েছেন ১৮ জন।
এসএসসি (WB SSC) এই চারটি বিভাগের মোট ১২১২ জনের রোল নম্বর নাম সহ সমস্ত তথ্য সুপ্রিম কোর্টে (Supreme Court) জমা দিয়েছে। যদিও ওএমআর শিট কারচুপি বিষয়ে এসএসসি (WB SSC) এই হলফনামায় কিছু জানায়নি। কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) এসএসসি (WB SSC)-এর নিয়োগ দুর্নীতি মামলায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। হাইকোর্টের (Calcutta High Court) সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে (Supreme Court) যায়। পর্ষদ এবং এসএসসিও সেই রায়কে চ্যালেঞ্জ জানায়।
আরও পড়ুন: আলিয়া বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ চলছে, প্রতি মাসে সাম্মানিক ১৮,০০০ টাকা
দেশের শীর্ষ আদালত (Supreme Court) এর আগের শুনানিতে সমস্ত পক্ষকে তাদের লিখিত বক্তব্য জানাতে বলেছিল। সেই নির্দেশমতো শনিবার দিন পর্ষদ জানিয়েছে এসএসসি (WB SSC)-এর সুপারিশের ভিত্তিতেই নিয়োগপত্র তারা দিয়েছে। বেআইনিভাবে কাউকে নিয়োগ করা হয়নি।
এর আগে শুক্রবার দিন এসএসসি হলফনামা দিয়ে জানায়, এসএসসি (WB SSC)-এর সুপারিশ ছাড়াও নিয়োগ করা হয়েছে।
আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার অতীত, আর ১০০০ টাকা নয়, মহিলাদের ৫০০০ টাকা দেবে রাজ্য সরকার