SBI Recruitment 2024: পরীক্ষা ছাড়াই স্টেট ব্যাংকে অফিসার সহ বিভিন্ন পদে নিয়োগ চলছে, রইলো বিস্তারিত

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

SBI Recruitment 2024: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এখানে আবেদন করা যাবে। আসুন তাহলে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) কর্তৃক কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post)

কেরানি (Clerical) এবং অফিসার (Officers) পদে কর্মী নিয়োগ করা হবে।

আরও পড়ুন: খুশির খবর! আর ১,০০০ টাকায় নয় এবার মাত্র ৫০০ টাকায় LPG গ্যাস! জানুন বিস্তারিত

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

বয়স সীমা (Age Limit)

এই পদগুলিতে আবেদনকারী প্রার্থীদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতন (Salary)

এই পদগুলিতে নিয়োগ হলে কর্মীদের মাসিক বেতন ন্যূনতম ২৪ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৮৫ হাজার ৯২০ টাকা হবে।

আরও পড়ুন: Teacher Recruitment: কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ চলছে, রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

আবেদন প্রক্রিয়া (Application Process)

আবেদনকারী প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তারপর আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে প্রার্থীদের একটি শর্ট লিস্ট তৈরি করা হবে। সেই লিস্ট থেকে প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনে বিষয়গুলি সঠিকভাবে দেখে নিয়ে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আরও পড়ুন: Google Pay: ১৫,০০০ টাকা পাবেন গুগল পে-র মাধ্যমে, রইলো পদ্ধতি

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

এই পদগুলির জন্য আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে থাকতে হবে। বিস্তারিতভাবে জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নিতে অনুরোধ করা হচ্ছে।

আবেদনের শেষ তারিখ (Last date of application)

এই পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই ২৪.৭.২০২৪ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৪.৮.২০২৪ তারিখ পর্যন্ত। তাই এই পদগুলির জন্য ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের শীঘ্রই আবেদন করে নিতে অনুরোধ করা হচ্ছে।

আরও পড়ুন: Free Free Free! প্রতি মাসে ৩০০ ইউনিট বিদ্যুৎ ‘ফ্রি’!  আপনি কী ভাবে পাবেন? রইলো বিস্তারিত

গুরুত্বপূর্ণ লিংক (Important Links)

Official NotificationClick Here

আরও পড়ুন: UPI Transaction: UPI পেমেন্ট নিয়ে বিরাট সিদ্ধান্ত RBI-এর! আর পারবেন না যতখুশি লেনদেন করতে