৩,০০০ শূন্যপদে সেন্ট্রাল ব্যাংকে নিয়োগ চলছে, এই দিনের মধ্যে আবেদন করতে হবে (Central Bank of India Recruitment 2024)

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

Central Bank of India Recruitment 2024: Central Bank of India (CBI)-এর তরফ থেকে Apprentice পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ৩০০০ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। শুধুমাত্র স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে সকলে আবেদন করতে পারবে। আবেদনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। নিম্নে এই পথের ব্যাপারে বিস্তারিত বিবরণ তুলে ধরা হলো-

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

Central Bank of India (CBI)-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম (Name of the Post)

Central Bank of India (CBI)-এর তরফ থেকে Apprentice পদে কর্মী নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

এক্ষেত্রে মোট ৩০০০ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

বয়সসীমা (Age Limit)

আবেদনকারীর বয়স ২০ থেকে ২৮ বছর মধ্যে হতে হবে।

বেতন (Salary)

সংশ্লিষ্ট পদে নিয়োগ কারী প্রার্থীদের মাসিক ১৫০০০ টাকা বেতন প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া (Application Process)

এই পদে চাকরির জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট centralbankofindia.co.in-এ যেতে হবে। নিম্নে আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়াটি বলে দেওয়া হলো-

১) প্রথমে আবেদনের জন্য প্রার্থীদের এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

২) সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করে লগইন করার পর “Central Bank of India Recruitment 2024”-এ ক্লিক করে আবেদন সংক্রান্ত পুরো নোটিসটি ভালোভাবে পড়ে নিতে হবে।

৩) এরপর আবেদনের লিংকে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে নিজের সঠিক তথ্য দ্বারা ভালোভাবে পূরণ করতে হবে।

৪) অফিসিয়াল নোটিসে উল্লেখিত তথ্য অনুযায়ী নিজের প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

৫) আবেদন ফি প্রদান করতে হবে।

৬) সবশেষে ফাইনাল সাবমিট করে আবেদন সম্পন্ন করতে হবে ও ভবিষ্যতের সংরক্ষণের জন্য একটি প্রিন্ট কপি নিজের কাছে রাখতে হবে।

আবেদন ফি (Application Fee)

সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের ফি হিসেবে ৮০০ টাকা প্রদান করতে হবে। তবে জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফি কিছুটা কম করা হয়েছে। SC/ST সহ OBC ও মহিলা প্রার্থীদের ৬০০ টাকা আবেদন ফি প্রদান করতে হবে। আর যারা PWD রয়েছেন তাদের ৪০০ টাকা প্রদান করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

সেন্ট্রাল ব্যাংকের এই পদে আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক (Graduation) পাস হতে হবে।

আবেদনের শেষ তারিখ (Last date of application)

সংশ্লিষ্ট পদে আবেদনের কাজ শুরু হয়েছে ২১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ থেকে। এই আবেদনের কাজ চলবে আগামী ৬ মার্চ ২০২৪ পর্যন্ত।

গুরুত্বপূর্ন লিংক (Important Links)

Leave a Comment