Aadhaar Ration Link: আধার কার্ডের সাথে রেশন কার্ড কীভাবে লিঙ্ক করবেন? রইলো পদ্ধতি

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

Aadhaar Ration Link: আধার কার্ডের (Aadhaar Card) পাশাপাশি এখন রেশন কার্ড (Ration Card) নিয়েও একাধিক দুর্নীতির কান্ড ঘটতে দেখা যাচ্ছে। এই অবস্থায় রেশন দুর্নীতি কান্ড রুখতে সরকারের তরফ থেকে রেশন কার্ডের (Ration Card) সঙ্গে আধার কার্ডের সংযোগ বাধ্যতামূলক করা হয়েছে।

অনেকেই সরকারের নির্দেশ অনুযায়ী এই কাজটি করে ফেললেও এখনো অনেক মানুষ রয়েছেন যারা এখনো পর্যন্ত আধার কার্ডের (Aadhaar Card) সঙ্গে রেশন কার্ডের (Ration Card) লিঙ্ক করাননি।

অনেকেই আধার কার্ড (Aadhaar Card) এর সঙ্গে রেশন কার্ডের (Ration Card) লিংক করার জন্য একাধিক সাইবার ক্যাফ বা অফলাইনে যাচ্ছেন কিন্তু এই কাজটি বাড়িতে বসে নিজের স্মার্টফোনের সাহায্যে করা যায়।

আরও পড়ুন: Big News: ৩০০০ শূন্যপদে নিয়োগের নোটিশ প্রকাশ করলো কমিশন! জানুন বিস্তারিত

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

আজ আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের যারা জানাবো কিভাবে বাড়িতে বসে আধার কার্ডের (Aadhaar Card) সঙ্গে রেশন কার্ডের (Ration Card) লিংক করবেন। নিম্নে সেই পদ্ধতি উল্লেখ করা হলো-

১) আধার কার্ডের (Aadhaar Card) সঙ্গে রেশন কার্ড (Ration Card) লিঙ্ক করার জন্য প্রথমেই আপনাকে খাদ্য দফতরের অফিশিয়াল ওয়েবসাইট https://wbpds.wb.gov.in/-এ যেতে হবে।

আরও পড়ুন: WBSSC: এসএসসি-র ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি কবে হবে? বড় খবর সামনে এল

২) লিংক করার পর আপনি আধার (Aadhaar Card) ও রেশন কার্ড (Ration Card) লিঙ্ক করার জন্য একাধিক অপশন দেখতে পাবেন।

৩) এরপর নির্দিষ্ট জায়গায় আধার নম্বর ও রেশন কার্ডের (Ration Card) নম্বর দিতে হবে।

৪) এছাড়াও নির্দিষ্ট জায়গায় মোবাইল নম্বর দিতে হবে।

৫) এরপর আপনার দেওয়া নির্ধারিত নম্বর একটি ওটিপি আসবে সেটি নির্দিষ্ট জায়গায় বসাতে হবে।

৬) এরপর ফাইনাল ভাবে ক্লিক করলেই আধার ও রেশন কার্ডের (Ration Card) লিঙ্ক হয়ে যাবে।

আরও পড়ুন: 7th Pay Commission: বর্ধিত DA-র টাকা অ্যাকাউন্টে ঢুকবে সেপ্টেম্বরেই, সরকারি কর্মীদের মাইনে কত হবে?

অনলাইন ছাড়া অফলাইনেও আধার কার্ডের (Aadhaar Card) সঙ্গে রেশন কার্ডের (Ration Card) লিংক করা যাবে। আপনার স্থানীয় ডিলারের কাছে গিয়ে প্রয়োজনীয় নথি সহ আপনার ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে আপনি আধার ও রেশন কার্ডের (Ration Card) লিঙ্ক করতে পারবেন এর জন্য প্রয়োজনীয় যে নথিপত্র লাগবে সেগুলো হলো নিম্নরূপ-

১) পরিবারের সবার আধার ও রেশন কার্ড

২) ব্যাংকের পাস বই

৩) পরিবারের প্রধানের ছবি

৪) যার রেশন কার্ড আধার কার্ডের সঙ্গে লিংক করানো হবে তার হাতের ফিঙ্গারপ্রিন্ট

আরও পড়ুন: অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে চাকরির সুযোগ! রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

এই সমস্ত নথি নিয়ে যাওয়ার পর আপনার এলাকার ডিলার আপনাকে আধার কার্ডের (Aadhaar Card) সঙ্গে রেশন কার্ডের (Ration Card) লিংক করিয়ে দেবে। লিঙ্ক করানোর সময় আপনাকে তাদের মেশিনের সেন্সরে একটি ফিঙ্গারপ্রিন্ট দিতে বলা হবে।

আরও পড়ুন: রাজ্যে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ চলছে, রইলো আবেদন পদ্ধতি সহ বিস্তারিত

সেটি দিলেই ও উপযুক্ত নথি দিয়ে আপনার আধার কার্ডের (Aadhaar Card) সঙ্গে রেশন কার্ডের (Ration Card) লিংক সম্পন্ন হবে। ফাইনাল ভাবে আপনাকে এসএমএস এবং ইমেইলের মাধ্যমে লিংক সফল হয়েছে কিনা তা জানানো হবে।