Kolkata Metro new App: কলকাতা মেট্রো (Kolkata Metro) দুর্গাপুজোর আগেই যাত্রীদের জন্য একটি নতুন সুবিধা নিয়ে এল। কলকাতা মেট্রো রাইড নামে একটি নতুন অ্যাপ চালু করেছে।
এই অ্যাপের মাধ্যমেই এবার থেকে যাত্রীরা বাসে, ট্রামে, ট্রেনে অথবা বাড়িতে বসেই মেট্রোর টিকিট কাটতে পারবেন। দুর্গাপুজোর সময়ে এই ই-টিকিট সিস্টেমের জন্য যাত্রীরা সুবিধা পাবেন বলে আশা করা যাচ্ছে।
এই অ্যাপটিতে আপনি শুধু নিজের জন্যই নয় অন্যের জন্যও মেট্রোর টিকিট কেটে দিতে পারবেন। অ্যাপ থেকে কিউআর কোড (QR code) স্ক্যান করে টিকিট কাটা যাবে।
আরও পড়ুন: লিখিত পরীক্ষা ছাড়াই ৩,১১৫ শূন্য পদে পূর্ব রেলে কর্মী নিয়োগ চলছে, বিস্তারিত জেনে নিন
এই কিউআর কোড (QR code) পরিষেবাটি ইস্ট-ওয়েস্ট মেট্রোতে (East-West Metro) আগেই চালু হয়েছিল। তবে এখন থেকে এই পরিষেবাটি কলকাতার সমস্ত মেট্রো স্টেশনেই চালু হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ বুধবার থেকেই এই পরিষেবাটি চালু করে দিয়েছে।
একটি ই-টিকিটের মেয়াদ থাকবে ১২ ঘণ্টা পর্যন্ত। অর্থাৎ, ১২ ঘণ্টার মধ্যে নিজের গন্তব্য স্থানে পৌঁছানোর জন্য একটি ই-টিকিট যথেষ্ট। একটি টিকিটে আপনি একদিনে ১২ ঘণ্টা পর্যন্ত সফর করতে পারবেন।
আরও পড়ুন: Lakshmir Bhandar: পুজোর আগেই সুখবর! নতুন আপডেট এলো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে, বড় ঘোষণা মমতার
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী সুবিধার কথা মাথায় রেখেই এই অ্যাপটি দুর্গাপুজোর আগেই নিয়ে আসা হল। অ্যাপ থেকে একটিমাত্র ই-টিকিট কেটেই যাত্রীরা কলকাতা মেট্রোর যেকোনো লাইনে যাতায়াত করতে পারবেন। একটি টিকিটের মেয়াদ ১২ ঘণ্টা পর্যন্ত থাকবে।
অফিস টাইমের ব্যস্ত সময়ে বা পুজোর ভিড়ে টিকিট কাটার জন্য লম্বা লাইনে না দাঁড়িয়ে কোনোরকম ঝামেলা ছাড়াই এই অ্যাপ থেকেই টিকিট কেটে নেওয়া যাবে।
কীভাবে অ্যাপটি ব্যবহার করবেন?
(১) প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে হবে।
(২) অ্যাপটি ডাউনলোড করার পর প্রথমে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে অ্যাপটি লগ ইন করতে হবে।
(৩) তারপর হোম পেজে যেতে হবে।
(৪) হোম পেজে গিয়ে সোর্স স্টেশন ও ডেস্টিনেশন স্টেশন বেছে নিয়ে সিলেক্ট করতে হবে।
(৫) এরপর বুক টিকিট অপশনে ক্লিক করতে হবে।
(৬) এরপর আপনাকে পেমেন্ট করতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও UPI-এর মাধ্যমে পেমেন্ট করা যাবে।
(৭) পেমেন্ট হয়ে গেলেই কিউআর কোড (QR code) আসবে।
(৮) এই কিউআর কোডটির (QR code) মেয়াদ থাকবে ১২ ঘণ্টা পর্যন্ত।