উচ্চ মাধ্যমিক পাশে কো-অপারেটিভ ব্যাংকে নিয়োগ চলছে, বিস্তারিত জেনে নিন (WB Co-operative Bank Recruitment 2024)

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

WB Co-operative Bank Recruitment 2024: The West Bengal State Co-operative Bank Ltd-এর তরফ থেকে Clerical Cadre পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ৫০ টা শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। ১৮ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা অনলাইন মাধ্যমে এটা আবেদন করতে পারবে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

The West Bengal State Co-operative Bank Ltd-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম (Name of the Post)

Clerical Cadre পদে কর্মী নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

এই চাকরির ক্ষেত্রে মোট শূন্য পদ রয়েছে ৫০ টি।

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

বয়সসীমা (Age Limit)

১৮ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবে। তবে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৫ বছর পর্যন্ত বয়সের ছাড় রয়েছে।

বেতন (Salary)

এই পদে যেসব প্রার্থীদের নিয়োগ করা হবে তাদের মাসিক ৩৮,৫১৩.০৭ টাকা করে বেতন প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া (Application Process)

এই চাকরির পদে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট www.webcsc.org-এ গিয়ে আবেদন করতে হবে।

আবেদন ফি (Application Fee)

আবেদন ফি হিসেবে প্রার্থীদের ৬৫০ টাকা প্রদান করতে হবে। তবে যারা SC/ST ক্যাটাগরির ২৫০ টাকা প্রদান করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

যারা অনলাইনে আবেদন করবে সে আবেদনের ভিত্তিতে তাদের অনলাইন ভিত্তিক একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষা হবে ১৫০ মার্কসের (MCQ)। এরপরে প্রার্থীদের ৫০ মার্কসের প্র্যাকটিক্যাল ভাবে কম্পিউটার টেস্ট নেওয়া হবে। সব শেষে ১৫ মার্কসের ভাইভা নিয়ে প্রার্থীদের নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

১) সংশ্লিষ্ট পদে আবেদন করতে গেলে প্রার্থীদের নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে ৫০ শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক বা সমতুল্য যোগ্যতায় পাস হতে হবে। অথবা All India Council of Technical Education (AICTE) থেকে B. Tech অথবা M. Tech ডিগ্রী থাকতে হবে।

২) যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Computer Application অথবা Information technology তে Diploma ডিগ্রী থাকতে হবে।

আবেদনের শেষ তারিখ (Last date of application)

১১.০৩.২০২৪ তারিখ থেকে আবেদনের কাজ শুরু হয়েছে। আবেদনের শেষ সময় হল ১০.০৪.২০২৪ তারিখ ১১:৫৯ pm পর্যন্ত।

গুরুত্বপূর্ন লিংক (Important Links)

WhatsApp গ্রুপে যুক্ত হন👉যুক্ত হন

Leave a Comment