শেয়ার মার্কেট সংস্থায় প্রচুর কর্মী নিয়োগ চলছে, মাসিক বেতন ৪৪,৫০০ টাকা

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

SEBI Recruitment 2024: Securities and Exchange Board of India (SEBI)-এর তরফ থেকে Assistant Manager পদের একাধিক বিভাগে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সবগুলি পদ মিলিয়ে মোট ৯৭ টি শুন্য পদে কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদে যেসব প্রার্থীদের নিয়োগ করা হবে তাদের মাসিক ৪৪,৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮৯,১৫০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। এছাড়াও আবেদন সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য নিম্নে উল্লেখ করা হলো-

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

Securities and Exchange Board of India (SEBI)-এর তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম (Name of the Post)

Securities and Exchange Board of India (SEBI)-এর তরফ থেকে Assistant Manager পদের যেসব বিভাগে কর্মী নিয়োগ করা হবে সেগুলো নিম্নরূপ-

১) General Stream

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

২) Legal Stream

৩) Information Technology Stream

৪) Engineering Electrical Stream

৫) Research Stream and Official Language Stream

মোট শূন্যপদ (Total Vacancy)

সবগুলি পদ মিলিয়ে মোট ৯৭ টি শুন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

বয়সসীমা (Age Limit)

৩১ মার্চ ২০২৪ অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।

বেতন (Salary)

এই পদে নিয়োগ করে প্রার্থীদের মাসিক ৪৪,৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮৯,১৫০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া (Application Process)

সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট www.sebi.gov.in-এ যেতে হবে।

আবেদন ফি (Application Fee)

এই পদে আবেদনকারী প্রার্থীদের ফি হিসেবে ১০০০ টাকা প্রদান করতে হবে তবে সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীদের জন্য কিছু ছাড় দেওয়া হয়েছে। তাদের ১০০ টাকা প্রদান করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

যারা এই পদে চাকরির জন্য আবেদন করবে তাদের প্রথমে প্রার্থীদের অনলাইন ভিত্তিক দুটো পেপারের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপরে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। যারা নির্বাচিত হবে তাদের নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

Assistant Manager পদের প্রত্যেকটি বিভাগের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগবে। শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বিস্তারিত জানার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।

আবেদনের শেষ তারিখ (Last date of application)

এই চাকরির পদে আবেদন করার শেষ তারিখ হল ১৩.০৪.২০২৪ তারিখ পর্যন্ত।

এছাড়াও আবেদনের ব্যাপারে আরো বিস্তারিত জানার জন্য এর মূল অফিসিয়াল বিজ্ঞপ্তি ও অফিশিয়াল ওয়েবসাইট www.sebi.gov.in দেখুন।

গুরুত্বপূর্ন লিংক (Important Links)

👉WhatsApp গ্রুপে যুক্ত হন

Leave a Comment