DRDO Recruitment 2024: Defence Metallurgical Research Laboratory (DMRL)-এর তরফ থেকে অ্যাপ্রেন্টিস বিভাগের একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ১২৭ টি শুন্য পদে কর্মী নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে আবেদনকারী প্রার্থীকে আইআইটি পাস হতে হবে। নিম্নে চাকরির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
Defence Metallurgical Research Laboratory (DMRL)-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম (Name of the Post)
Defence Metallurgical Research Laboratory (DMRL)-এর তরফ থেকে অ্যাপ্রেন্টিস বিভাগের একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
এই চাকরিতে মোট শূন্যপদ রয়েছে ১২৭ টি।
বয়সসীমা (Age Limit)
এই চাকরিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স কত লাগবে সেই ব্যাপারে সেরকমভাবে কিছু উল্লেখ করা হয়নি।
আবেদন প্রক্রিয়া (Application Process)
এই চাকরিতে আবেদন করতে হলে প্রার্থীদের গুগল ফর্ম ফিলাপের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য একাধিক তথ্য ও ডকুমেন্টস এর প্রয়োজন হবে। আবেদনের ব্যাপারে বিস্তারিত জানতে এর মূল অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিশ ফলো করুন।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
এই চাকরিতে আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটিআই পাশ করে থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ (Last date of application)
এই চাকরির পদে আবেদন করা যাবে আগামী ৩১.০৫.২০২৪ তারিখ পর্যন্ত।
এছাড়াও এই আবেদনের ব্যাপারে বিস্তারিত জানার জন্য এর মূল অফিসিয়াল ওয়েবসাইট https://drdo.gov.in/drdo/ ফলো করুন।