পোস্ট অফিসের (Post Office) পক্ষ থেকে নানা সময়ে সাধারণ মানুষের জন্য একাধিক ক্ষুদ্র সঞ্চয় স্কিম আনা হয়েছে। পোস্ট অফিসের স্কিম বিনিয়োগ করলে একদিকে যেমন নিশ্চিন্ত থাকা যায় অপরদিকে সুনিশ্চিত রিটার্ন পাওয়া যায়। এই সব স্কিমের মধ্যে অন্যতম জনপ্রিয় স্কিম হল রেকারিং ডিপোজিট (Recurring Deposit Scheme) বা আরডি স্কিম (RD Scheme)। এই স্কিমের মাধ্যমে অল্প বিনিয়োগ করেও লাখপতি হওয়ার সম্ভাবনা থাকে।
সম্প্রতিক কালে কেন্দ্রীয় সরকারের (Government of India) পক্ষ থেকে সমস্ত ক্ষুদ্র সঞ্চয় স্কিমের সুদের হারে পরিবর্তন আনা হয়েছে। আগে ৫ বছরের রেকারিং ডিপোজিট (Recurring Deposit Scheme) বা আরডি স্কিমে (RD Scheme) সুদের হার ছিল ৬.৫ শতাংশ কিন্তু বর্তমানে সেই হার বৃদ্ধি করে ৬.৭ শতাংশ করা হয়েছে।
রেকারিং ডিপোজিট (Recurring Deposit Scheme) বা আরডি স্কিমে (RD Scheme) নূন্যতম ১০০ টাকা বিনিয়োগ করা যায়। এখানে সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নির্ধারণ করা হয়নি। স্কিম চালুর ৩ বছর পর স্কিম বন্ধ করে দিতে পারে গ্রাহক। পোস্ট অফিসের যে কোনও শাখা থেকে গ্রাহক এই রেকারিং ডিপোজিট বা আরডি স্কিমের অ্যাকাউন্ট খুলতে পারবেন।
আরও পড়ুন: ১০ মিনিটের আগেই Pan Card পাবেন, জানতে হবে এই ৫টি বিষয়
এই রেকারিং ডিপোজিট স্কিমে আরোও একটি সুবিধা হল গ্রাহক তাঁর বিনিয়োগকৃত অর্থের সাপেক্ষে নির্দিষ্ট পরিমাণ টাকা ঋণও নিতে পারে। তবে মনে রাখতে হবে যে এই স্কিমে অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে এক বছর পূর্ণ হওয়ার পর যে পরিমাণ অর্থ বিনিয়োগকারীর অ্যাকাউন্টে জমা হবে তার ৫০ শতাংশ পর্যন্ত অর্থ বিনিয়োগকারী ঋণ হিসাবে পাবেন। এবং এক্ষেত্রে রেকারিং ডিপোজিট স্কিমে যে পরিমাণ সুদ পাওয়া যায় তার চেয়ে ২ শতাংশ বেশি সুদ দিতে হবে বিনিয়োগকারীকে।
যদি কোনো ব্যক্তি রেকারিং ডিপোজিট স্কিমে পাঁচ বছরের মেয়াদে প্রতি মাসে ৫ হাজার টাকা করে বিনিয়োগ করে, পাঁচ বছরে তাঁর মোট বিনিয়োগকৃত মোট অর্থের পরিমাণ হবে ৩ লাখ টাকা। এই পরিমাণ অর্থের উপর ৬.৭ শতাংশ হারে সুদযুক্ত হবে। ৫ বছরে সুদের পরিমাণ হবে ৫৬,৮৩০ টাকা। অর্থাৎ বিনিয়োগকারী ৫ বছরে সুদ ও আসল যুক্ত করে মোট ৩,৫৬,৮৩০ টাকা পরিমাণ হবে রিটার্ন পাবেন।
এরপর আরোও ৫ বছরের জন্য সম পরিমাণ অর্থ যদি বিনিয়োগকারী আবারও বিনিয়োগ করেন তাহলে তাঁর মোট জমার পরিমাণ হবে ৬ লাখ টাকা। এর উপর যদি ৬.৭ শতাংশ হারে সুদ দেওয়া হয় তবে সুদের পরিমাণ হবে ২,৫৪,২৭২ টাকা। অর্থাৎ বিনিয়োগকারী ১০ বছরের জন্য প্রতি মাসে ৫ হাজার টাকার রেকারিং ডিপোজিট করেন তবে তাহলে দশ বছরে বিনিয়োগকারী সুদ ও আসল মিলিয়ে রিটার্ন পাবেন মোট ৮,৫৪,২৭২ টাকা।
কেন্দ্র সরকার প্রতি তিন মাস অন্তর পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় স্কিমে সুদের হারে পরিবর্তন করে থাকে। গতবার একমাত্র রেকারিং ডিপোজিট স্কিমেই সুদের হার বৃদ্ধি করা হয়। কিন্তু অন্যান্য স্কিম যেমন পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) ও কিষাণ বিকাশ পত্র (KVP)-এ সুদের হারে কোনোরূপ পরিবর্তন হয়নি।