Budget 2024: নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) নেতৃত্বাধীন এনডিএ (NDA) সরকার আগামী ২৩ জুলাই এবছরের পূর্নাঙ্গ সাধারণ বাজেট পেশ করতে চলেছে। এই বাজেটের দিকে চেয়ে রয়েছে আমজনতা। আশা করা হচ্ছে লোকসভা নির্বাচন পরবর্তী এবারের এই বাজেটে হতে পারে কিছু বড়ো ঘোষণা। অটল পেনশন যোজনা (Atal Pension Yojana) নিয়ে আসতে পারে কিছু ঘোষণা। গত ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন বাজেট পেশের সময় এই প্রকল্পে কিছু পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছিল।
১০ হাজার টাকা পর্যন্ত পেনশন বৃদ্ধি পেতে পারে
অটল পেনশন স্কিম (APY স্কিম) নিয়ে এবারের কেন্দ্রীয় বাজেটে কিছু ঘোষনা হতে পারে। কেন্দ্রীয় সরকার (Central Government) এবারের বাজেটে অটল পেনশন যোজনায় (Atal Pension Yojana) পেনশনের পরিমাণ বৃদ্ধি করতে পারে। সূত্র মারফত পাওয়া খবরে জানা গিয়েছে, বর্তমানে চালু থাকা পেনশন সর্বাধিক ৫ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১০ হাজার টাকা পর্যন্ত করা হতে পারে।
অন্তর্বর্তীকালীন বাজেটেও একই প্রস্তাব রাখা হয়েছিল
কেন্দ্র সরকার (Central Government) বিগত ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন বাজেট পেশের সময়ও এমন কথা জানিয়েছিল। কিন্তু এই বিষয়ে তখন কিছু ঘোষিত হয়নি। তাই মনে করা হচ্ছে পূর্ণাঙ্গ বাজেটে এই পেনশনের বৃদ্ধির বিষয়টি থাকতে পারে। সর্বভারতীয় একটি সংবাদপত্রের প্রতিবেদনে প্রকাশিত খবর অনুযায়ী, কেন্দ্র সরকার অটল পেনশন প্রকল্পের (APY স্কিম) পেনশনের পরিমাণ বাড়াতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য কেন্দ্রীয় সরকারকে (Central Government) অটল পেনশন স্কিমে পেনশনের (Atal Pension Yojana) পরিমাণ বৃদ্ধির অনুরোধ করেছিলেন পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির (PFRDA) চেয়ারম্যান দীপক মোহান্তি।
আরও পড়ুন: SBI Fraud Alert: স্টেট ব্যাঙ্কের নামে নতুন প্রতারণার ফাঁদ! না জানলে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট!
পেনশন ও কর ছাড় দুটোরই সুবিধা আছে
২০১৫-১৬ অর্থবছরে কেন্দ্রীয় সরকার অটল পেনশন যোজনা (APY) চালু করেছিল। এই স্কিমে সর্বাধিক ৫ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া যায়। এই প্রকল্পে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে যেকোনো ভারতীয় আবেদন করার যোগ্য। এই স্কিমে বিনিয়োগ করলে পেনশন এর পাশাপাশি আরও অন্যান্য সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে। এই স্কিমে বিনিয়োগকৃত অর্থের ওপর দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যায়। এই প্রকল্পের অধীনে গত ২০ জুন পর্যন্ত মোট ৬.৬২ কোটি লোক অ্যাকাউন্ট খুলেছিলেন এবং এর মধ্যে ৫.৩ কোটি গ্রাহক বিনিয়োগ করেছিলেন। এই সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
আরও পড়ুন: WBCS 2023 Prelims Result and Cut-off: WBCS প্রিলি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো! রইল তালিকা
প্রতিদিন ৭ টাকা করে জমিয়ে ৫০০০ টাকা পর্যন্ত পেনশন পাওয়া যায়
অটল পেনশন যোজনায় (Atal Pension Yojana) বিনিয়োগ আপনার পক্ষে লাভজনক হতে পারে। এই পেনশন প্রকল্পে আপনি সরকার দ্বারা সুনিশ্চিত পেনশন পাবেন। তাই প্রতিদিন অল্প করে সঞ্চয় করা ভালো। এই স্কিমে আপনার বিনিয়োগের পরিমাণের উপর আপনার পেনশনের পরিমাণ নির্ভর করে। এই স্কিমে আপনি প্রতি মাসে পেতে পারেন ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত পেনশন। আপনি এই স্কিমে কত টাকা বিনিয়োগ করলে কত টাকা পেনশন পাবেন তার একটি সহজ হিসাব নীচে দেওয়া হল, ধরা যাক আপনার ১৮ বছর বয়স তাহলে আপনাকে প্রতি মাসে বিনিয়োগ করতে হবে ২১০ টাকা অর্থাৎ প্রতি দিন হিসেবে আপনার বিনিয়োগ মাত্র ৭ টাকা। আপনার বয়স ৬০ বছর হলে আপনি প্রতি মাসে পেনশন পাবেন ৫০০০ টাকা করে। আপনি এই স্কিমের অধীনে ১০০০০ টাকা পেনশনও পেতে পারেন।