আধার কার্ড (Aadhaar Card) বাতিল সংক্রান্ত মামলাটি শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) পর্যন্ত গড়ায়। আর এই মামলার বিষয়টি প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ যায়। বিচারপতি কেন্দ্রকে একটি হলফনামা জমা করার নির্দেশ দেয় এবং সেই নির্দেশ অনুযায়ী সম্প্রতি কেন্দ্র একটি হলফ নামা জমা করে। এই মামলা সম্পর্কিত বিষয়ে কেন্দ্রকে একটি হলফনামা জমা করার জন্য নির্দেশ দেয়। বিচারপতির নির্দেশে সেই হলফনামায় জমা করেছে কেন্দ্র।
সেই হলফনামায় আধার কার্ড (Aadhaar Card) সম্পর্কিত একাধিক বিষয় জানানো হয়েছে। যেসব বিদেশি নাগরিকরা এই দেশে এসে সাধারণ নাগরিকের মত বসবাস করতে শুরু করেছে কিন্তু তাদের কাছে কোনরকম পর্যাপ্ত তথ্য নেই তাদের আধার কার্ড (Aadhaar Card) বাতিল করা হয়েছে। দেশের প্রয়োজনীয় নিরপত্তার কথা ভেবে এই কঠিন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
কোনরকম সঠিক নথি ছাড়াই এদেশে এমন একাধিক বিদেশি নাগরিক বসবাস করছেন। আধার ডেটাবেস থেকে সনাক্ত করে তাদের নিজেদের দেশে পাঠিয়ে দেওয়া হবে। আবার যারা জাল নথি দিয়ে আধার কার্ড (Aadhaar Card) বানিয়ে দেশে সাধারণ নাগরিকের মত বসবাস করছেন তাদেরও গোয়েন্দা বিভাগ খোঁজ করছে, ধরা পড়লে তাদের আধার কার্ড (Aadhaar Card) বাতিল করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
আধার কার্ড বাতিল সংক্রান্ত বিষয়ে যে অভিযোগ সামনে এসেছে তাতে কেন্দ্রের হলফনামার ভিত্তিতে তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা করার কথা বলা হয়েছে।
‘এনআরসি বিরোধী জয়েন্ট ফোরাম’ নামে একটি সংগঠন রাজ্য প্রচুর পরিমাণ আধার কার্ড (Aadhaar Card) বাতিল করা হয়েছে বলে হাইকোর্টে অভিযোগ দায়ের করে। তারা এই মর্মে হাইকোর্টে অভিযোগ দায়ের করে যে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় সব মিলিয়ে প্রায় হাজারেরও বেশি আধার কার্ড বাতিল করা হয়।
রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়টি সম্পর্কে প্রধানমন্ত্রী কে একটি চিঠি লেখেন। এই বিষয়টি সম্পর্কে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল জানান, যে আধার কার্ড (Aadhaar Card) গুলি নিষ্ক্রিয় করা হয়েছে সেগুলি ত্রুটিপূর্ণ ছিল।
যেসব নাগরিকরা, বাইরে থেকে এসে দেশে বসবাস করতে শুরু করেছে তাদের আধার কার্ড (Aadhaar Card) খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বিদেশে রয়েছে এমন নাগরিকদেরও আধার কার্ড দেখা হচ্ছে। ত্রুটিপূর্ণ আধার কার্ডগুলি (Aadhaar Card) সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে বাতিল করা হচ্ছে।
আরও পড়ুন:
School Holiday List July 2024: জুলাই মাসে কত দিন ছুটি থাকবে? কবে কবে বন্ধ স্কুল-কলেজ ? দেখুন তালিকা