বদলে গেল আধার কার্ড ও ক্রেডিট কার্ডের নিয়ম! আপনার পকেটে কী প্রভাব পড়বে জেনে নিন

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

Aadhaar New Rules 2024: অনেক নিয়মেরই পরিবর্তন হয়েছে ১লা সেপ্টেম্বর থেকে, যার ফলে আমার পকেটে সরাসরি প্রভাব পড়বে। ক্রেডিট কার্ড (Credit Card), আধার কার্ড (Aadhaar Card), এলপিজি সিলিন্ডার (LPG Cylinder), এফডি (FD) ইত্যাদি কিছু বিষয়ের একাধিক পরিবর্তন হয়েছে। আপনার মাসিক খরচকে এই পরিবর্তনগুলি প্রভাবিত করতে পারে। এছাড়াও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি হতে পারে।

সেপ্টেম্বর মাসের শুরু থেকে কি কি বিষয়ের পরিবর্তন ঘটেছে, আসুন সেই সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ক্রেডিট কার্ড (Credit Card)-এর নিয়মে পরিবর্তন

১লা সেপ্টেম্বর থেকে এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank) ইউটিলিটি লেনদেনে রিওয়ার্ড পয়েন্টের সীমা নির্ধারণ করেছে। গ্রাহকরা এর অধীনে প্রত্যেক মাসে ২০০০ রিওয়ার্ড পয়েন্ট পেতে পারবেন। সেপ্টেম্বর ২০২৪ থেকে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক (IDFC First Bank Limited) ক্রেডিট কার্ডে প্রদেয় নূন্যতম পরিমাণ কমিয়েছে। এছাড়াও পেমেন্টের তারিখও ১৮ দিন থেকে কমিয়ে ১৫ দিন করা হয়েছে।

আরও পড়ুন: সরাসরি কেন্দ্রীয় সংস্থা PDIL-এ চাকরির সুযোগ! জানুন বিস্তারিত

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার (LPG Cylinder)-এর দাম বৃদ্ধি

তেল কোম্পানিগুলি ১লা সেপ্টেম্বর ২০২৪ থেকে সারা দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বৃদ্ধি করেছে। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দিল্লিতে ৩৯ টাকা বৃদ্ধি পেয়েছে। তবে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কত জুলাই মাসে ৩০ টাকা কমানো হয়েছিল।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডের পর কি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে? জানুন লেটেস্ট আপডেট

বিনামূল্যে আধার কার্ড (Aadhaar Card) আপডেট

বিনামূল্যে আধার কার্ড (Aadhaar Card) আপডেট শেষ তারিখ হল ১৪ই সেপ্টেম্বর। আপনার যদি আধার কার্ড (Aadhaar Card) সংক্রান্ত কোনো আপডেটের প্রয়োজন আছে তাহলে ১৪ই সেপ্টেম্বরের মধ্যে আপনি বিনামূল্যে আধার কার্ড (Aadhaar Card) আপডেট করে নিতে পারেন। ১৪ই সেপ্টেম্বরের পর আধার কার্ড (Aadhaar Card) আপডেট করার জন্য আপনাকে একটি ফি দিতে হবে।

আরও পড়ুন: ৭০,০০০ টাকা বেতনে সরকারি চাকরির সুযোগ! রইলো আবেদন পদ্ধতি সহ বিস্তারিত

সরকারের তরফ থেকে আধার কার্ড (Aadhaar Card) আপডেটের শেষ তারিখ বলা হয়েছিল ১৪ই জুন,২০২৪। পরে আধার কার্ড (Aadhaar Card) আপডেটের সময়সীমা বাড়িয়ে ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত করা হয়েছিল।

এফডি (FD)-তে বিনিয়োগ সংক্রান্ত নিয়ম

ইন্ডিয়ান ব্যাঙ্ক (Indian Bank) তাদের ৩০০ দিনের মেয়াদের বিশেষ এফডি (FD)-এর সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে। আইডিবিআই ব্যাঙ্ক (IDBI Bank)-ও তাদের ৩০০ দিন, ৩৭৫ দিন এবং ৪৪৪ দিনের মেয়াদের বিশেষ এফডি (FD)-এর সময়সীমা ৩০ জুন থেকে বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করেছে। এসবিআই অমৃত কালাশ (SBI Amrit Kalash) স্পেশাল এফডি (FD)-এর সময়সীমা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়েছে। এছাড়াও পাঞ্জাব এবং সিন্ধ ব্যাঙ্কের (Punjab & Sind Bank) বিশেষ এফডি (FD)-এর সময়সীমাও ৩০ সেপ্টেম্বর করা হয়েছে। অর্থাৎ, এই এফডি (FD) স্কিমগুলিতে ৩০ সেপ্টেম্বরের পর আর বিনিয়োগ করা যাবে না।

আরও পড়ুন: বিরাট আপডেট কৃষকদের জন্য! শীঘ্রই এই কাজটি করুন, না হলে অ্যাকাউন্টে টাকা ঢুকবে না

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি

কেন্দ্রীয় সরকার সেপ্টেম্বর মাসে কর্মীদের জন্য একটি বিশেষ ঘোষণা করতে পারে। সূত্র মারফত জানা যাচ্ছে, সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) ৩ শতাংশ বৃদ্ধি করা হবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা (DA) পেয়ে থাকেন। এরপরে ৩ শতাংশ মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি করা হলে কর্মচারীরা ৫৩ শতাংশ মহার্ঘ ভাতা (DA) পাবেন।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, জানুন বিস্তারিত