আধার কার্ড থেকে রান্নার গ্যাস, ১ সেপ্টেম্বর থেকে ঘটবে এই ৬ পরিবর্তন

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

মাত্র আর কয়েকদিন বাকি অগাস্ট মাস শেষ হতে। নতুন মাস অর্থাৎ সেপ্টেম্বর মাস শুরু হলেই অনেক বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে যেটি সরাসরি সাধারণ মানুষদের পকেটে প্রভাব ফেলবে।

এই পরিবর্তনগুলির মধ্যে ক্রেডিট কার্ডের (Credit Card) নিয়ম থেকে শুরু করে সিলিন্ডারের দাম সবই অন্তর্ভুক্ত রয়েছে। এর সাথে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত ঘোষণাও থাকতে পারে।

আসুন আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক সেপ্টেম্বর মাস থেকে ঠিক কী কী পরিবর্তন ঘটতে চলেছে?

আরও পড়ুন: Ration Card: শীঘ্রই এই কাজটি করুন, না হলে আর পাবেন না রেশন!

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

এলপিজি (LPG) সিলিন্ডারের দাম

প্রায়শই আমরা দেখতে পাই সরকার এলপিজি (LPG) গ্যাসের দাম প্রতি মাসের ১ তারিখ নাগাদই পরিবর্তন করে। এলপিজি সিলিন্ডার এবং বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন দেখা যাচ্ছে। গত মাসেই বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৮.৫০ টাকা। যেখানে জুলাই মাসে এর দাম কমেছে ৩০ টাকা।

CNG-PNG এবং ATF-এর দাম

এলপিজি সিলিন্ডারের দামের সাথে তেল বিপণন সংস্থাগুলিও বিমানের জ্বালানির দাম সংশোধন করে থাকে। যেমন CNG-PNG এবং এয়ার টারবাইন ফুয়েল (ATF) ইত্যাদি জ্বালানির দাম সংশোধন করা হয়ে থাকে। এইজন্য ১ সেপ্টেম্বর থেকে এই জ্বালানিগুলির দামেও পরিবর্তন দেখা যেতে পারে।

আরও পড়ুন: BSNL Offer: অন্যান্য টেলি সংস্থাদের সঙ্গে পাল্লা দিতে দারুণ অফার নিয়ে হাজির BSNL!

মহার্ঘ ভাতা

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সেপ্টেম্বর মাসে একটি বড় ঘোষণা আসতে পারে। সূত্র মারফত জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) আরও ৩ শতাংশ বাড়ানো হতে পারে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। এরপর আরও ৩ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হলে কর্মচারীরা ৫৩ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন।

আরও পড়ুন: Upper Primary Recruitment: দু’মাসের ১৪,০৫২ জন শিক্ষক নিয়োগ হবে! নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

ভুয়ো কল সংক্রান্ত নিয়ম

TRAI (Telecom Regulatory Authority of India) টেলিকম সংস্থাগুলিকে ভুয়ো কল ও ভুয়ো মেসেজ নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে। এর জন্য TRAI কড়া নির্দেশিকা জারি করেছে। এয়ারটেল (Airtel), জিও (Jio), ভোডাফোন-আইডিয়া (Vi), বিএসএনএল (BSNL)-এর মতো সংস্থাগুলিকে আগামী ৩০ সেপ্টেম্বরের ভিতর টেলি মার্কেটিং কল এবং বাণিজ্যিক মেসেজিং ১৪০টি মোবাইল নম্বর সিরিজ থেকে ব্লকচেইন ভিত্তিক ডিস্ট্রিবিউটেড লেজার প্রযুক্তি প্ল্যাটফর্মে স্থানান্তর করার কথা বলা হয়েছে। এর ফলে আশা করা যাচ্ছে, ভুয়ো কল এবং ভুয়ো ম্যাসেজ ১ সেপ্টেম্বর থেকে নিষিদ্ধ করা হবে।

বিনামূল্যে আধার কার্ড আপডেট

সরকারের তরফ থেকে বিনামূল্যে আধার কার্ড (Aadhaar Card) আপডেটের জন্য শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ই সেপ্টেম্বর। ১৪ই সেপ্টেম্বর এর পর বিনামূল্যে আর আধার আপডেট করা যাবে না। এরপর আধার আপডেট করতে গেলে একটি ফি দিতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে সরকারের তরফ থেকে আধার কার্ড আপডেটের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছিল ১৪ই জুন পর্যন্ত। পরবর্তীতে সেটি ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল।

আরও পড়ুন: Teacher Recruitment: ১.৫ লক্ষ শিক্ষক নিয়োগ করা হবে এই রাজ্যে! ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী

ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়ম

১লা সেপ্টেম্বর থেকে HDFC ব্যাঙ্ক ইউটিলিটি লেনদেনে রিওয়ার্ড পয়েন্টের সীমা নির্ধারণ করতে চলেছে। গ্রাহকরা যার অধীনে এই লেনদেনে প্রত্যেক মাসে মাত্র ২০০০ পয়েন্ট পর্যন্ত পাওয়া যেতে পারে। শিক্ষাগত অর্থ থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে প্রদানের জন্য HDFC ব্যাঙ্ক কোনও রকম রিওয়ার্ড পয়েন্ট দেবে না। এছাড়াও ১লা সেপ্টেম্বর থেকে UPI এবং অন্যান্য প্ল্যাটফর্মে অর্থ লেনদেন করার জন্য RuPay ক্রেডিট কার্ড (RuPay Credit Card) ব্যবহারকারীরা অন্যান্য পেমেন্ট পরিষেবা প্রদানকারীর ক্রেডিট কার্ড (Credit Card) ব্যবহারকারী গ্রাহকদের মতো একই রিওয়ার্ড পয়েন্ট পাবেন।

আরও পড়ুন: আবাস যোজনার টাকা মিলবে চলতি বছরেই, কবে? দিন-তারিখ জানালেন অভিষেক ব্যানার্জী