তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ছিল বুধবার ২৮ অগাস্ট। এই প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আবাস যোজনা (Awas Yojna) নিয়ে ঘোষণা করলেন।
আবাস যোজনার প্রথম কিস্তির টাকা কবে মিলবে তিনি সেটি ঘোষণা করলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন, আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ৩১শে ডিসেম্বর দেওয়া হবে।
এর আগের একটি সভায় তিনি বলেছিলেন, ৬০ শতাংশ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র সরকার (Government of India), তবে সেই টাকা তারা দেয়নি। রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার (Government of India) টাকা না দিলে রাজ্য সরকার (Government of West Bengal) নিজেই এই টাকা দেবে। ১৫০০ কোটি টাকা দিয়ে আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকার এই প্রকল্পের কাজ শুরু করবে।
আরও পড়ুন: বদলে গেল আধার কার্ড ও ক্রেডিট কার্ডের নিয়ম! আপনার পকেটে কী প্রভাব পড়বে জেনে নিন
অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, আগামীতে কলেজে ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচনের সময় মেয়েদের জন্য ৫৫ শতাংশ আসন সংরক্ষণ করা হবে।
তিনি জানান, মহিলা সংরক্ষণ বিল বিজেপি এনেছিল, তবে সেটি কার্যকর হয়নি। তৃণমূলের ২৯ জন সাংসদের মধ্যে মহিলা সাংসদ ১২ জন। এছাড়াও পঞ্চায়েত স্তরে মেয়েদের ৫০ শতাংশ সংরক্ষণ রয়েছে। এরপর ছাত্র সংসদ নির্বাচনে মেয়েদের জন্য ৫৫ শতাংশ আসন সংরক্ষণ করা হবে।
আরও পড়ুন: সরাসরি কেন্দ্রীয় সংস্থা PDIL-এ চাকরির সুযোগ! জানুন বিস্তারিত
এগুলোর সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ধর্ষণ বিরোধী একটি সময়সীমাবদ্ধ আইন প্রণয়নের প্রয়োজনীয়তার কথা যুক্ত করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী তিন চার মাসের মধ্যে কেন্দ্রীয় সরকার এই আইন প্রণয়ন করতে না পারলে, দিল্লিতে বৃহত্তর আন্দোলন করবে তৃণমূল। মানুষ রাস্তায় নামলে সেটিকে কেউ আটকাতে পারবেনা।
কেন্দ্রীয় সরকার আইন প্রণয়ন করতে না পারলে, তিনি নিজে প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে এই বিল পেশ করাবেন। প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে বিল পেশ করিয়ে আইন তৈরি করার অধিকার প্রতিটি সাংসদের আছে।
আরও পড়ুন: ৭০,০০০ টাকা বেতনে সরকারি চাকরির সুযোগ! রইলো আবেদন পদ্ধতি সহ বিস্তারিত