Airtel Recharge Plan: এবার Airtel দিচ্ছে আনলিমিটেড ডেটা সহ ১০০ টাকার কমে রিচার্জ প্ল্যান! তালিকা দেখে নিন

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

Airtel Recharge Plan: জিও (Jio)-র পরে ভারতের সবচেয়ে বেশি গ্রাহক সংখ্যার অধিকারী টেলিকম সংস্থা হল ভারতী এয়ারটেল (Bharti Airtel)। অন্যান্য টেলিকম সংস্থাগুলির মত Airtel-ও তার রিচার্জ প্ল্যানের দাম সম্প্রতি বাড়িয়ে দিয়েছে। এখন আগের তুলনায় অনেক বেশি টাকা দিয়ে রিচার্জ করতে হয় এই অবস্থায় গ্রাহকদের কথা ভেবে এয়ারটেল এমন কয়েকটি প্ল্যান লঞ্চ করেছে যেখানে ১০০ টাকার কমে রিচার্জ করলে আনলিমিটেড ডাটা পাওয়া যাবে।

১১ টাকার রিচার্জ প্ল্যান

এয়ারটেল (Airtel)-এর এই রিচার্জ প্ল্যানটি সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান। এই প্ল্যানটি গ্রহণ করলে গ্রাহক এক ঘন্টার জন্য আনলিমিটেড ডাটা ব্যবহার করতে পারবে। এই প্ল্যানের মধ্যে ১০ জিবির একটি Fair Usage Policy Limit  রয়েছে। যা এক ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে।

৪৯ টাকার রিচার্জ প্ল্যান

যদি কোন গ্রাহকের সারাদিন ধরে ডেটা ব্যবহারের প্রয়োজন পড়ে তাহলে ৪৯ টাকার ডেটা প্ল্যানটি সে নিতে পারে। এই প্ল্যান গ্রহণ করলে সারাদিনে আনলিমিটেড ডেটা ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। এই প্ল্যানের Fair Usage Policy লিমিট হলো ২০ জিবি। অর্থাৎ গ্রাহকরা সারাদিনে সর্বোচ্চ ২০ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন: ভারতীয় বায়ুসেনায় অগ্নিবীর পদে নিয়োগ চলছে, আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত জেনে নিন

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

৯৯ টাকার রিচার্জ প্ল্যান

এয়ারটেল (Airtel)-এর ৯৯ টাকার এই রিচার্জ প্ল্যানটি গ্রহণ করলে গ্রাহকরা টানা দুই দিন পর্যন্ত ডেটা ব্যবহার করতে পারবে।  এই প্ল্যানের Fair Usage Policy হলো ২০ জিবি। হঠাৎ এই ৯৯ টাকা দিয়ে রিচার্জ করে আপনি দুইদিন পর্যন্ত ২০ জিবি ডাটা ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন: Breaking News: ফের ৯৪ জন চাকরিহারাকে শিক্ষকপদে ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের!

তবে এয়ারটেল (Airtel)-এর এই রিচার্জ প্ল্যান গুলি তখনই পাওয়া যাবে যদি গ্রাহকের ফোনে আগে থেকেই প্রতিদিনের রিচার্জ করা থাকে। না হলে এই রিচার্জ প্ল্যান গুলো কার্যকরী হবে না। তাই কেউ যদি এই রিচার্জ প্ল্যান এর সুবিধা নিতে চায় তাহলে তাকে আগে প্রাত্যহিক দিনের রিচার্জ করতে হবে।

আরও পড়ুন: ১ লক্ষ টাকারও বেশি বেতনে অধ্যাপক সহ লাইব্রেরিয়ান পদে নিয়োগ চলছে, জানুন বিস্তারিত