Airtel Recharge Plan: এবার মাত্র ১১ টাকায় হাই স্পিড আনলিমিটেড ডেটা পাবেন এয়ারটেলের প্ল্যানে! রইলো তালিকা

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

Airtel Recharge Plan: বর্তমানে ভারতের দ্রুত ইন্টারনেট সরবরাহকারী টেলিকম সংস্থা হল ভারতী এয়ারটেল (Bharti Airtel)। চলতি বছর জিও (Jio) টেলিকম সংস্থা তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দেওয়ার পর এয়ারটেল (Airtel) সংস্থাও তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। ফলে গ্রাহকদের চলতি মাস থেকে বেশি টাকা দিয়ে রিচার্জ করতে হচ্ছে। এতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন বেশিরভাগ গ্রাহকরা।

তবে গ্রাহকদের সুবিধার কথা ভেবে এয়ারটেল সংস্থা এইবার ১০০ টাকার কমে সস্তার কিছু রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। এইগুলি গ্রহণ করলে আনলিমিটেড ডেটার সুবিধে পাওয়া যাবে। চলুন এই প্ল্যানগুলির ব্যাপারে বিস্তারিত জেনে নিই।

এয়ারটেলের ১১ টাকার রিচার্জ প্ল্যান

এয়ারটেলের (এয়ারটেল) ১১ টাকার এই রিচার্জ প্ল্যানটি গ্রহণ করলে গ্রাহকরা এক ঘন্টার জন্য আনলিমিটেড ডাটা ব্যবহার করতে পারবে। তবে এই প্ল্যানের একটি  FUP অর্থাৎ Fair Usage Policy Limit রয়েছে যা হলো ১০ জিবি। অর্থাৎ গ্রাহকরা সর্বোচ্চ ১০ জিবি পর্যন্ত ডাটা ১ ঘন্টার মধ্যে ব্যবহার করতে পারবে। যাদের হঠাৎ করে খুব বেশি ডেটার প্রয়োজন হয়ে পড়ে তারা এই রিচার্জ প্ল্যানটি গ্রহণ করতে পারেন।

আরও পড়ুন: শুধু মহিলা নয়, এবার যুবকরাও মাসে ১০,০০০ টাকা করে ভাতা পাবেন! বিরাট ঘোষণা সরকারের

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

এয়ারটেলের ৪৯ টাকার রিচার্জ প্ল্যান

এয়ারটেলের (Airtel) এই ৪৯ টাকার রিচার্জ প্ল্যানটি গ্রহণ করলে সারাদিন আনলিমিটেড ডেটা ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। তবে এই প্ল্যানের একটি Fair Usage Policy লিমিট রয়েছে যার লিমিট হলো ২০ জিবি। অর্থাৎ গ্রাহকরা ৪৯ টাকার এই রিচার্জ গ্রহণ করলে সারাদিনে সর্বোচ্চ ২০ জিবি পর্যন্ত ডাটা ব্যবহার করতে পারবে।

আরও পড়ুন: BSNL internet: দুরন্ত গতিতে চলবে ইন্টারনেট! BSNL-এর গ্রাহকদের ফোনে শুধু এই কাজটি করতে হবে

এয়ারটেলের ৯৯ টাকার রিচার্জ প্ল্যান

গ্রাহকরা ৯৯ টাকার এই প্রি-পেইড প্ল্যান রিচার্জ করলে সুবিধা হিসেবে পাবে টানা ২ দিন পর্যন্ত আনলিমিটেড ডাটা ব্যবহারে সুযোগ। তবে এই প্ল্যানেও Fair Usage Policy লিমিট রয়েছে সেটি হলো ২০ জিবি পর্যন্ত। অর্থাৎ এয়ারটেল (Airtel)-এর ৯৯ টাকার রিচার্জ প্ল্যানটি গ্রহণ করলে গ্রাহকরা টানা দুই দিন পর্যন্ত হাই স্পিড ডেটা ব্যাবহারের সুযোগ পাবে।

তবে এয়ারটেল(Airtel)-এর এইরকম প্রিপেইড প্ল্যানগুলোর সুবিধা আপনি তখনই পাবেন যদি আপনার প্রাত্যহিক দিনের রিচার্জ করা থাকে। যেখানে আনলিমিটেড কলিং, এসএমএস সহ অন্যান্য সুবিধাগুলি দেওয়া থাকে। রিচার্জ প্ল্যানগুলি গ্রহণ না করলে আপনাকে এই প্ল্যানের সুবিধা দেওয়া হবে না।

আরও পড়ুন: সরাসরি শিক্ষক নিয়োগ চলছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে, বিস্তারিত জেনে নিন