Airtel এনেছে একগুচ্ছ আনলিমিটেড 5G ও কলের প্ল্যান! তালিকা দেখে নিন

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

Airtel Recharge Plan: সম্প্রতি একাধিক টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। এর আগে ফাইভ-জি কানেক্টিভিটির গ্রাহকরা যেমন আনলিমিটেড ডাটা প্যাক ব্যবহার করতে পারছিলেন এবার সেটা আর হবেনা। প্রাত্যহিক দু জিবি ডেটা পাওয়া যাবে এমন ভ্যালিডিটির প্ল্যান রিচার্জ করলে তবেই ফাইভ জি ডেটা ব্যবহার করা যাবে। জিও (Jio) ছাড়াও অধিকাংশ গ্রাহকরা এয়ারটেলের(Airtel) সিম কার্ড ব্যবহার করে থাকেন। আজ আমরা এই প্রতিবেদনে এয়ারটেল (Airtel) গ্রাহকদের জন্য কিছু জি রিচার্জ প্ল্যান এর বিষয়ে জানাবো।

এয়ারটেলের কয়েকটি প্রিপেইড প্ল্যান রয়েছে যেগুলো গ্রহণ করলে 5G কানেক্টিভিটির সুবিধা পাওয়া যাবে।

৩৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান

এয়ারটেলের (Airtel) এই রিচার্জ প্ল্যানটি গ্রহণ করলে ৩৬৫ দিনের বৈধতায় যে সুবিধা গুলি পাওয়া যাবে সেগুলি হল আনলিমিটেড কলিং, প্রতিদিন ৩ জিবি  ডাটা, (ফোরজি কানেক্টিভিটির গ্রাহকদের জন্য আর যাদের ফাইভ-জি কানেক্টিভিটি রয়েছে তাদের আনলিমিটেড) ১০০ এসএমএস এবং অন্যান্য সুবিধা হিসেবে ৮৪ দিনের নেটফ্লিক্স সাবস্ক্রিপশন।

১৭৯৮ টাকার রিচার্জ প্ল্যান

এয়ারটেলের (Airtel) ১৭৯৮ টাকার এই রিচার্জ প্ল্যানটির বৈধতা ৮৪ দিন। এই প্ল্যানটি গ্রহণ করলে সুবিধা হিসেবে পাওয়া যাবে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০ টি এসএমএস, ফোর জি কানেক্টিভিটির গ্রাহকদের ক্ষেত্রে দৈনিক তিন জিবি ডাটা ও ফাইভ জি কানেক্টিভিটির গ্রাহকদের জন্য আনলিমিটেড ডাটার সুবিধা পাওয়া যাবে। অন্যান্য সুবিধা হিসেবে 84 দিনের নেটফ্লিক্স সাবস্ক্রিপশন।

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

আরও পড়ুন: সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যের কলেজে গেস্ট টিচার নিয়োগ চলছে, রইলো বিস্তারিত

১১৯৯ টাকার রিচার্জ প্ল্যান

এয়ারটেলের (Airtel) এই রিচার্জ প্ল্যানের বৈধতা ৮৪ দিন সুবিধা হিসেবে পাওয়া যাবে দৈনিক ২.৫ জিবি ফোর জি ডেটা এবং আনলিমিটেড 5G ডেটা, আনলিমিটেড কলিং। অন্যান্য সুবিধা হিসেবে পাওয়া যাবে ৩ মাসের ডিজনি+হটস্টার সাবস্ক্রিপশন।

৮৩৮ টাকার রিচার্জ প্ল্যান

এয়ারটেলের (Airtel) এই রিচার্জ প্লানে বৈধতা রয়েছে ৫৬ দিন। সুবিধা হিসেবে পাওয়া যাবে প্রতিদিন ৩ জিবি ফোর জি ডাটা আনলিমিটেড ফাইভ যেটা প্রাত্যহিক ১০০ এসএমএস, আনলিমিটেড কলিং, অন্যান্য সুবিধা হিসেবে ৫৬ দিনী অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশনের সুবিধা।

আরও পড়ুন: সুখবর ছাত্র-ছাত্রীদের জন্য! ৫০,০০০ টাকার স্কলারশিপ দিচ্ছে এই সংস্থা, রইলো আবেদন পদ্ধতি

৩৫৯৯ টাকার রিচার্জ প্ল্যান

এয়ারটেলের (Airtel) এই রিচার্জ প্ল্যানটি গ্রহণ করলে ৩৬৫ দিনের বৈধতার সঙ্গে পাওয়া যাবে আনলিমিটেড কলিং, প্রতিদিন ২ জিবি ফোর জি ডাটা, আনলিমিটেড ৫ জি ডেটা, দৈনিক ১০০টি এস এম এস।

৪২৯ টাকার রিচার্জ প্ল্যান

এয়ারটেলের (Airtel) রিচার্জ প্ল্যানের বৈধতা ৩০ দিন সুবিধা হিসেবে পাওয়া যাবে দৈনিক ২.৫ জিবি ৪ জি ডাটা, আনলিমিটেড কলিং, আনলিমিটেড ফাইভ জি, প্রতিদিন ১০০ টি SMS।

আরও পড়ুন: SSC: ২৬,০০০ শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে কী শুনানি হলো?

৪০৯ টাকার রিচার্জ প্ল্যান

এয়ারটেলের (Airtel) এই রিচার্জ প্ল্যান এর বৈধতা হলো ২৮ দিন সুবিধা হিসেবে পাওয়া যাবে আনলিমিটেড কলিং প্রতিদিন  ২.৫ জিবি ডেটা, আনলিমিটেড ফাইভ জি এবং প্রতিদিন ১০০ SMS।

৩৭৯ টাকার রিচার্জ প্ল্যান

এয়ারটেলের (Airtel) রিচার্জ প্ল্যান এর বৈধতা ৩০ দিন। এর সুবিধা হিসেবে পাওয়া যাবে দৈনিক ২ জিবি ফোর জি ডেটা, আনলিমিটেড ফাইভ জি ডাটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০ এসএমএস।  

আরও পড়ুন: UCO Bank Recruitment 2024: ইউকো ব্যাঙ্কে কর্মী নিয়োগ চলছে, সময় কম, শীঘ্রই আবেদন করতে পারেন