আলিয়া বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ চলছে, প্রতি মাসে সাম্মানিক ১৮,০০০ টাকা

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয় (Aliah University)-এর তরফে ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমি (Indian National Science Academy)-তে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। যাদের ৫৫ শতাংশ নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রী রয়েছে তারা সংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রে আবেদন করতে পারবে। চাকরিতে নিয়োগকারী প্রার্থীদের প্রতি মাসে ১৮০০০ টাকা করে বেতন দেওয়া হবে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

আলিয়া বিশ্ববিদ্যালয় (Aliah University) তরফে ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমি (Indian National Science Academy)-তে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post)

Research Assistant পদে নিয়োগ করা হবে।

আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার অতীত, আর ১০০০ টাকা নয়, মহিলাদের ৫০০০ টাকা দেবে রাজ্য সরকার

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

মোট শূন্যপদ (Total Vacancy)

সব মিলিয়ে মোট ১ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

বেতন (Salary)

সংশ্লিষ্ট পদে নিয়োগকারী প্রার্থীদের প্রতি মাসে ১৮ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া (Application Process)

আগ্রহী প্রার্থীদের আলিয়া বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট www.aliah.ac.in-এ গিয়ে অফিসিয়াল নোটিশ ওপেন করে সেখান থেকে ফর্ম সংগ্রহ করতে হবে। তারপর সেটি ডাউনলোড করার পর ভালোভাবে পূরণ করে প্রয়োজনীয় নথি সহ নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দেশও ঠিকানা গিয়ে জমা করে আসতে হবে। জমা করার আগে সমস্ত নথি সেল্ফ অ্যাটেস্টেড করতে হবে। নিম্ন জমা করার ঠিকানা উল্লেখ করা হলো-

Dr. Enayatullah Khan, Principal Investigator, Department of History, Aliah University (Park Circus Campus), 17, Gora Chand Road, Kolkata 700014, West Bengal

আরও পড়ুন: SSC: ২০০৬টি শূন্যপদে নিয়োগ চলছে এসএসসি-র মাধ্যমে, উচ্চমাধ্যমিক পাসে আবেদনের সুযোগ

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেক্ট করা হবে।

আরও পড়ুন: PM Kisan: পিএম কিশানের ১৮ তম কিস্তির টাকা কবে দেওয়া হবে? কোন কৃষকরা পাবেন না সুবিধা? জানুন বিস্তারিত

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

যারা এ চাকরির পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রী করে রাখতে হবে। যেসব প্রার্থীদের ফারসি, ইংরেজি, কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকবে তাদের এই চাকরিতে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন: কেন্দ্র সরকারের সংস্থায় ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ চলছে, রইল বিস্তারিত

আবেদনের শেষ তারিখ (Last date of application)

আবেদনপত্র জমা করার শেষ তারিখ হল আগামী ১২ আগস্ট ২০২৪, ০৫:০০ pm পর্যন্ত।