রাজ্যের এই জেলায় ৬০১টি শূন্যপদে প্রধান শিক্ষকের নিয়োগ শুরু, জানুন বিস্তারিত

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

অবশেষে আলিপুরদুয়ারের ৬০১টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদে নিয়োগ (Head Teacher Recruitment) করা হবে। দীর্ঘদিন ধরেই প্রধান শিক্ষক ছিল না এই জেলার ৬০১ টি প্রাথমিক স্কুলে। এই কারণে পঠন পাঠনে সমস্যা হচ্ছিল এই জেলার ১২টি সার্কেলের অধিকাংশ বিদ্যালয়ের।

আলিপুরদুয়ার নর্থ এবং ফালাকাটা নর্থ সার্কেলের ৯০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিজেদের পছন্দের বিদ্যালয়ের নাম আবেদনকারীদের কাছ থেকে জেনে জমা করে নেওয়া হয়েছে। তাদের নিয়োগপত্র দেওয়া হবে বিদ্যালয়গুলির শূন্যপদ দেখে নিয়ে।

প্রাথমিক বিদ্যালয় সংসদে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত সমস্যা এড়ানোর জন্য। শিক্ষা সংসদে নিয়োগ সংক্রান্ত পুরো বিষয়টি ভালো ভাবে খতিয়ে দেখা হবে যাতে বিদ্যালয় পছন্দের ব্যাপারে পরবর্তীতে কোনো জটিলতার সৃষ্টি না হয়।

আরও পড়ুন: এবার ৩০০০ টাকা পাবে দেশের জনগণ! দেশবাসীর জন্য দুর্দান্ত প্রকল্প কেন্দ্র সরকারের

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

পশ্চিমবঙ্গের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি কৌশিক সরকার জানাচ্ছেন, প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ রাজ্য সরকারের গাইডলাইন মেনে স্বচ্ছ ভাবেই হচ্ছে।

প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পরিতোষ বর্মন জানাচ্ছেন, অত্যন্ত স্বচ্ছভাবেই নিয়োগ প্রক্রিয়া চলছে। এতে কারুর কোনো আপত্তি থাকার কথা নয়। এছাড়া কেউ প্রশ্নও তুলতে পারবেনা।

আরও পড়ুন: Post Office Scheme: আপনার ৫ লক্ষ টাকা হবে ১৫ লক্ষ! সন্তানের ভবিষ্যতের জন্য পোস্ট অফিসের সেরা স্কিম এটাই

শূন্যপদ যদি আরও থেকে যায় তাহলে পুজোর পর ফের সেই শূন্যপদ পূরণের উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ পুলিশে কর্মী নিয়োগ চলছে, কার কী ভাবে আবেদন করবেন? রইলো বিস্তারিত