দু’দফায় লম্বা ছুটি আগস্টে, আনন্দে মাতোয়ারা সরকারি কর্মীরা! দেখুন ছুটির তালিকা

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

August Holiday List in West Bengal 2024: চলতি আগস্ট মাসে একাধিক ছুটি পেতে চলেছেন সরকারি কর্মীরা। সরকারি কর্মচারীদের জন্য এমনই সুখবর রইল আজকের প্রতিবেদনে। একটানা বেশ কয়েকদিন ছুটি পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। আপনি যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন ও আপনার ঘোরার ইচ্ছে অপূর্ণ থেকে থাকে এই সুযোগে সেই অপূর্ণ ইচ্ছাটি পূরণ করে নিতে পারেন আপনি।

মোট দুইটি দফায় সরকারি কর্মচারিরা ছুটি পাবেন

এই আগস্ট মাসে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিন উৎসব। যেমন ১৫ আগস্ট, জন্মাষ্টমী, রাখি বন্ধন। উক্ত দিনগুলিতে থাকে সরকারি ছুটি। এই ছুটিগুলিকে কাজে লাগিয়ে আপনি একটি লম্বা ছুটি পেতে পারেন। যেমন এ বছর ১৫ই আগস্ট হল বৃহস্পতিবার। পরদিন শুক্রবার যদি আপনি লিভ নেন তবে টানা চারদিন অর্থাৎ বৃহস্পতিবার থেকে রবিবার ছুটি পেয়ে যাবেন আপনি। এই সুযোগে ঘুরে আসতে পারেন পাহাড় কিংবা সমুদ্রে।

এরপর সরকারি ছুটি থাকবে সোমবার ২৬ আগস্ট। ওই দিন পড়েছে জন্মাষ্টমী। এর আগের দুই দিন অর্থাৎ ২৪ এবং ২৫ আগস্ট শনি ও রবিবার হল সরকারী কর্মীদের সাপ্তাহিক ছুটির দিন। ফলে টানা তিনদিন সরকারি কর্মচারীরা ছুটি উপভোগ করতে পারবেন। অর্থাৎ দেখা যাচ্ছে আগস্ট মাসে মোট দুই দফায় প্রায় ৮ দিন ছুটি পেয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীরা।

আরও পড়ুন: BSNL Recharge Plan: বিএসএনএল-এর ২০০ টাকার কমে রিচার্জ প্ল্যানে রয়েছে প্রচুর সুযোগ সুবিধা! দেখুন তালিকা

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

এমাসে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৩ দিন

RBI (Reserve Bank of India) তাদের ওয়েবসাইটে আগস্ট মাসের ছুটির তালিকা প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে চারটি রবিবার ও  দ্বিতীয়-চতুর্থ শনিবার মিলিয়ে মোট ছয়দিন সাপ্তাহিক ছুটি থাকছে। এছাড়া বিভিন্ন রাজ্যে উৎসব উপলক্ষে আরও ৭ দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে।

আরও পড়ুন: WBSSC: কারা অযোগ্য? নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে প্রাথমিক তালিকা জমা দিল এসএসসি

ছুটির তালিকা

RBI (Reserve Bank of India) প্রকাশিত ছুটির তালিকার ছুটির দিনগুলি একনজরে দেখে নেওয়া যাক।

(১) ৩ আগস্ট, ২০২৪ (শনিবার) কের পুজো।

(২) ৪ আগস্ট, ২০২৪ (রবিবার) ছুটি।

(৩) ৮ আগস্ট, ২০২৪ (বৃহস্পতিবার) সিকিমের তেন্দা লো রাম ফাত উপলক্ষে ছুটি।

(৪) ১০ আগস্ট, ২০২৪ (দ্বিতীয় শনিবার) ছুটি।

(৫) ১১ আগস্ট, ২০২৪ (রবিবার) ছুটি।

(৬) ১৩ আগস্ট, ২০২৪ (মঙ্গলবার) দেশভক্ত দিবস উপলক্ষে ইম্ফলে ছুটি।

(৭) ১৫ আগস্ট, ২০২৪ (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবস।

আরও পড়ুন: RRB Recruitment 2024: ভারতীয় রেলে ৭,৯৫১টি শূন্যপদে নিয়োগ চলছে, রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

(৮) ১৮ আগস্ট,২০২৪ (রবিবার) ছুটি।

(৯) ১৯ আগস্ট, ২০২৪ (সোমবার) রাখি বন্ধন উৎসব উপলক্ষে আহমেদাবাদ, জয়পুর, কানপুর, লখনউ এবং অন্যান্য জায়গায় ছুটি।

(১০) ২০ আগস্ট, ২০২৪ (মঙ্গলবার) শ্রী নারায়ণ গুরু জয়ন্তী উপলক্ষে ছুটি।

(১১) ২৫ আগস্ট, ২০২৪ (রবিবার) ছুটি।

(১২) ২৬ আগস্ট, ২০২৪ (সোমবার) জন্মাষ্টমী উপলক্ষে ছুটি।

(১৩) ৩১ অগাস্ট, ২০২৪ (চতুর্থ শনিবার) ছুটি।

আরও পড়ুন: Ration Card: রেশন কার্ড করা যাবে না বাড়িতে ফ্রিজ থাকলে! জেনে নিন সরকারি নিয়ম