ব্যাংক অফ বরোদা-তে কর্মী নিয়োগ চলছে, রইলো আবেদন পদ্ধতি সহ বিস্তারিত (Bank of Baroda Recruitment 2024)

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

Bank of Baroda Recruitment 2024: Bank of Baroda-এর তরফ থেকে Office Assistant ও Watchman/ Gardener পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২২ থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা এতে আবেদন করতে পারবে। এই পদে নিয়োগকারী প্রার্থীদের মাসিক ১৪ হাজার টাকা করে বেতন প্রদান করা হবে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

Bank of Baroda-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম (Name of the Post)

Bank of Baroda-এর তরফ থেকে যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল নিম্নরূপ-

১) Office Assistant

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

২) Watchman/ Gardener

মোট শূন্যপদ (Total Vacancy)

উভয় পদে একটি একটি করে মোট টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

বয়সসীমা (Age Limit)

এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

বেতন (Salary)

ক্রমিক নম্বরপদের নাম মাসিক বেতন
Office Assistant১৪,০০০ টাকা
Watchman/ Gardener৭৫০০ টাকা

আবেদন প্রক্রিয়া (Application Process)

এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য এর মূল অফিসিয়াল ওয়েবসাইট www.bankofbaroda.in থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এরপর আবেদনপত্র ভালোভাবে পূরণ করে তার সঙ্গে নির্দেশ মতো নিজের প্রয়োজনীয় ডকুমেন্টস এর জেরক্স অ্যাড করতে হবে। তারপর সেগুলি একটি খামের মধ্যে ভরে নির্দিষ্ট ঠিকানা নির্দিষ্ট সময়ের মধ্যে গিয়ে জমা করে আসতে হবে। আবেদন পত্র জমা করতে হবে নিম্নলিখিত ঠিকানায়-

The
Authorized Person
Baroda Swarojgar Vikas Sansthan
Baroda –RSETI
Shivampark Society,
Nr.Bank of Baroda Bamroli road Branch
Godhra-389001, Mob: 9099075899
Dist-Panchmahal

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

যারা এই পদে চাকরির জন্য আবেদন করবে তাদের প্রথমে একটি লিখিত পরীক্ষা (Written Test) নেওয়া হবে। এরপরে Personal Interview গ্রহণের পরে প্রার্থীদের নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে। তবে Watchman/ Gardener পদের জন্য কোনো প্রকার interview নেওয়া হবে না। তাদের ক্ষেত্রে শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

Office Assistant পদের জন্য যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে BSW/BA/B.Com. বিষয়ে স্নাতক পাস হতে হবে। এর সঙ্গে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। আর Watchman/ Gardener পদের জন্য সপ্তম শ্রেণী পাস করতে হবে সঙ্গে agriculture/ gardening/ horticulture বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের শেষ তারিখ (Last date of application)

সংশ্লিষ্ট পদে আবেদন করা যাবে ২৩.০৩.২০২৪ তারিখ পর্যন্ত।

গুরুত্বপূর্ন লিংক (Important Links)

WhatsApp গ্রুপে যুক্ত হন👉যুক্ত হন

Leave a Comment