Big News: এবার CBI স্ক্যানারে রাজ্যের ১ হাজার ৮২৯ জনের চাকরি! কোথায় কত জন? দেখে নিন

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

আবারও চাঞ্চল্যকর তথ্য সামনে এল নিয়োগ দুর্নীতি কাণ্ডে। রাজ্যের বিভিন্ন পুরসভায় ১ হাজার ৮২৯ জনের চাকরি দুর্নীতি সহকারে হয়েছে বলে জানাচ্ছে সিবিআই (CBI)।

রাজ্যের বিভিন্ন পুরসভায় নিয়োগ দুর্নীতি তদন্তে অয়ন শীল বর্তমানে সংশোধনাগারে রয়েছেন। তাকে জেরা করেই সিবিআই (CBI) তথ্য পেয়েছে যে, পুরসভায় ১ হাজার ৮২৯ জনের চাকরি বিলিয়ে অয়ন শীল প্রায় ২০০ কোটি টাকারও বেশি মুনাফা করেছে।

এই নিয়ে প্রকাশ সিবিআই (CBI) একটি চার্জশিট জমা দিয়েছে। সেই চার্জশিটে দাবি করা হয়েছে, রাজ্যের ১৯ টি পুরসভায় মোট ৩৬৫০ জনের নিয়োগ হয়েছে ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত।

আরও পড়ুন: সুখবর বেকার যুবক-যুবতীদের জন্য! আবেদন করলেই টাকা পাবেন কেন্দ্র সরকারের এই প্রকল্পে

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে ১ হাজার ৮২৯ জনের ভুয়ো নিয়োগ ছিল। অয়ন শীল ও তার অনুগামীরা এই ভুয়ো নিয়োগে মদত দিয়েছিলেন।

দক্ষিণ দমদম পুরসভায় সব থেকে বেশি বেআইনিভাবে নিয়োগ হয়েছে। সিবিআই (CBI)-এর নজরে এসেছে, দক্ষিণ দমদম পুরসভায় ৩২৯ জনের বেআইনিভাবে নিয়োগ হয়েছে।

আরও পড়ুন: রিচার্জ-এর দাম বাড়লেও ২৮ দিনের সেরা প্ল্যান কারা দিচ্ছে? দেখে নিন

এছাড়াও টিটাগরে ২২১ জনের, বরানগরে ২৭৬ জনের এবং কামারহাটিতে ৩০৩ জনের নিয়োগ বেআইনিভাবে হয়েছে। এগুলি ছাড়াও নিউ ব্যারাকপুর, বাদুড়িয়া, কাঁচরাপাড়া, হালিশহর, দমদম পুরসভায় বহু বেআইনিভাবে নিয়োগের অভিযোগ এসেছে।

আরও পড়ুন: শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত লোন দেবে কেন্দ্র সরকার! কীভাবে আবেদন করবেন? রইলো বিস্তারিত

বীরনগর, নবদ্বীপ, রানাঘাট, কৃষ্ণনগর এই জায়গাগুলিতে বেআইনিভাবে নিয়োগের তদন্ত নেমেছে সিবিআই (CBI)। সিবিআই (CBI) দাবি করছে, অয়ন শীলের সংস্থার মাধ্যমেই এই পুরসভাগুলিতে নিয়োগ হয়েছিল।

আরও পড়ুন: ATM কার্ড না থাকলেও টাকা তোলা যাবে! রইলো টাকা তোলার পদ্ধতি