কন্যা সন্তানদের উন্নতির লক্ষ্যে নানা পদক্ষেপ গ্রহন করেছে কেন্দ্র এবং রাজ্য সরকার। চালু করা হয়েছে নানা ধরনের প্রকল্প (Government Scheme)। সরকার এর চালু করা এই সব প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল মেয়েদের অর্থনৈতিক অবস্থার উন্নতিতে সাহায্য করা। মেয়েরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, পড়াশোনা ঠিকভাবে চালাতে পারে এর জন্য এই ধরনের প্রকল্পগুলি চালু করে থাকে সরকার। এমন একটি প্রকল্পের কথা আজকের এই প্রতিবেদনে থাকল যার মাধ্যমে কন্যা সন্তান হলে ২ লাখ টাকা আর্থিক সুবিধা দেওয়া হয়ে থাকে।
এই আধুনিক যুগেও সমাজে এমন অনেক পরিবার রয়েছে যেখানে কন্যা সন্তানদের বোঝার চোখে দেখা হয়। অনেক সময়ই দেখা যায় এই কন্যাসন্তানদের অল্প বয়সেই বিয়ে দিয়ে দেওয়া হয়। এই জন্য মেয়েরা যাতে আর্থিক ভাবে স্বাবলম্বী হতে পারে সেই কারণে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের পক্ষ থেকে বহু জনমুখী প্রকল্প বিভিন্ন সময় চালু করা হয়েছে। এরকম একটি জনমুখী স্কিম হল ‘ভাগ্য লক্ষ্মী যোজনা’ (Bhagyalakshmi Scheme)। এই প্রকল্পে (Sarkari Yojana) আবেদন করলে পাওয়া যেতে পারে ২ লাখ টাকা।
এই ভাগ্য লক্ষ্মী যোজনায় (Bhagyalakshmi Yojana) কন্যা সন্তান জন্মালে তার পরিবারকে ৫০,০০০ টাকার বন্ড দেওয়া হয়। যখন ওই কন্যা সন্তানের বয়স ২১ বছর হবে তখন সরকারের (State Government) পক্ষ থেকে ২ লক্ষ টাকার বন্ড তুলে দেওয়া হবে। ৫০,০০০ টাকার বন্ডটি পরবর্তী ২ লক্ষ টাকার বন্ডে পরিণত হয়। এরই সাথে ওই কন্যা সন্তানের মা পাবেন ৫,১০০ টাকা। কন্যাসন্তানের লেখাপড়ার খরচ চালানোর জন্য সরকারের পক্ষ থেকে ২৩,০০০ টাকা অবধি আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। এই সমস্ত টাকাই কিস্তির মাধ্যমে দেওয়া হয়ে থাকে।
ষষ্ট শ্রেণিতে পাঠরত কন্যাসন্তান ৩,০০০ টাকা পাবে। অষ্টম শ্রেণিতে পাঠরত কন্যাসন্তান পাবে ৫,০০০ টাকা। দশম শ্রেণিতে পাঠরত কন্যাসন্তান পাবে ৭,০০০ টাকা। দ্বাদশ শ্রেণিতে পাঠরত কন্যসন্তান ৮০০০ টাকা পাবে সরকারের পক্ষ থেকে। এই প্রকল্পে আবেদনের জন্য আপনাকে https://mahilakalyan.up.nic.in/ এই ওয়েবসাইটে যেতে হবে। এরপর আপনাকে ‘ভাগ্য লক্ষ্মী যোজনা’র (Bhagyalakshmi Yojana) আবেদনপত্র ডাউনলোড করতে হবে এবং সেটি যথাযথ ভাবে পূরণ করতে হবে। এরপর সেই পূরণ করা আবেদনপত্রটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বা মহিলা ও শিশু কল্যাণ অফিসে গিয়ে জমা করতে হবে। আবেদন পত্রের ভেরিফিকেশন হয়ে গেলে আপনি এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন।
রাজ্যের কন্যা সন্তানদের জন্য এই প্রকল্প চালু করেছে উত্তর প্রদেশ সরকার। এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই ওই রাজ্যের বাসিন্দা হতে হবে। ২০০৬ সালের ৩১ মার্চের পরে জন্মগ্রহণকারী কন্যা সন্তানরা এই প্রকল্পের সুবিধা পাবে। এর সাথে আবেদনকারীর পরিবারিক আয় বছরে ২ লক্ষের বেশি হলে হবে না এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কন্যাসন্তান জন্মের ১ বছরের মধ্যে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। পরিবার পিছু একজন কন্যা সন্তান এই ‘ভাগ্য লক্ষ্মী যোজনা’য় (Bhagyalakshmi Yojana) আবেদনের যোগ্য।
আরও পড়ুন:
WBSSC: এসএসসি-র ২৬,০০০ চাকরি বাতিল মামলায় বড়ো আপডেট! SSC যাচ্ছে সুপ্রিম কোর্টে