Loco Pilot Recruitment 2024: মঙ্গলবার দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারতীয় রেল কর্তৃক জানানো হয়েছে যে, ইস্টার্ন রেলওয়ে (Eastern Railway) প্রায় ১৫,০০০ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ করবে। সাম্প্রতিককালে ঘটে যাওয়া কিছু ট্রেন দুর্ঘটনার জন্য অনেকেই প্রশ্ন করেছেন রেলের লোকো পাইলটের অভাব নিয়ে। এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমে অনেকেই মন্তব্য করেন যে, লোকো পাইলটরা পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম এবং ছুটি পান না বলেই এইরকম ট্রেন দুর্ঘটনার স্বীকার হতে হচ্ছে সকলকে। যদিও ইস্টার্ন রেলওয়ের (Eastern Railway) তরফ থেকে এই মন্তব্যকে ভিত্তিহীন বলা হচ্ছে।
রেলওয়ে এর তরফ থেকে মঙ্গলবার দিন জানানো হয়েছে, নিয়মিত পদোন্নতির ভিত্তিতে শূন্যপদ পূরণ করা হবে। এছাড়াও বলা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) পদে ১৫ হাজার নিয়োগের পরিকল্পনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ (Indian Railways)। রেলওয়ে কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, অনেক কর্মচারী অবসর গ্রহণ করে নেওয়ার জন্য লোকো পাইলট (LP) এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) পদে শূন্যপদ বেড়ে গিয়েছে। সেই শূন্যপদ পূরণ করার পরিকল্পনাও চলছে।
ইস্টার্ন রেলওয়ে (Eastern Railway) কর্তৃক জানানো হয়েছে, একটা নিয়মিত পদ্ধতি মেনে এই পদগুলিতে নিয়োগ করা হবে। রেলের এক মুখপাত্র জানান, অন্যান্য বিভাগের মত পূর্ব রেলেও কর্মী অবসর গ্রহণের ফলে বেশ কিছু সংখ্যক শূন্যপদ তৈরি হয়েছে। এই শূন্যপদগুলি পদোন্নতি এবং নতুন নিয়োগ প্রক্রিয়ায় পূরণ করা হবে।
আরও পড়ুন: ৮৪ দিনের রিচার্জ প্ল্যানে BSNL-এর চমক! jio-কে কি ছাপিয়ে যাবে BSNL?
রেলওয়ে (Indian Railways) কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, একটি নিয়ম মেনেই এই বছর অগাস্ট মাসে প্রায় ১,২৬০ জন জুনিয়র ড্রাইভারকে লোকো পাইলট (LP) এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) পদে উন্নত করা হবে। রেলের জুনিয়র ড্রাইভারদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় সুখবর।
আরও পড়ুন: ICDS Recruitment 2024: মাধ্যমিক পাশে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ চলছে, কীভাবে আবেদন করবেন?
দেশজুড়ে বিপুল সংখ্যক নিয়োগের পরিকল্পনা
ইস্টার্ন রেলওয়ে (Eastern Railway) কর্তৃক জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগ করা হবে। রেলের এক মুখপাত্র জানান, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)- এর মাধ্যমে নির্দিষ্ট সময় অন্তর ভারতীয় রেলে স্বচ্ছ ভাবে নিয়োগ করা হয়ে থাকে। এই কারণে মনে করা হচ্ছে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কর্তৃক শীঘ্রই ১৫,০০০ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) পদে নিয়োগের ঘোষণা করা হতে পারে। সর্বভারতীয় স্তরে পরীক্ষা নিয়ে এই নিয়োগ করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)।
আরও পড়ুন: WBSSC: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে হবু শিক্ষকদের আরও অপেক্ষা বাড়ল, বিস্তারিত জেনে নিন