Ayushman Bharat: আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে নিয়ে বড় খবর! বাড়ছে বিমার অর্থ

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

Ayushman Bharat Yojana: চলতি মাসেই পূর্ণাঙ্গ বাজেট (Union Budget 2024) পেশ করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বাধীন কেন্দ্রের এনডিএ সরকার (NDA Govt)। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন জিতে ক্ষমতায় এসেছে NDA সরকার তাই আশা করা যায় এই বাজেটে কিছু বড়ো ঘোষনা আসতে পারে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PMJAY) এবং আয়ুষ্মান ভারত প্রকল্প বিষয়ে। সূত্রের খবর, আয়ুষ্মান ভারত প্রকল্পের কভারেজ সীমা 5 লক্ষ টাকা থেকে আরোও বৃদ্ধির করার পরিকল্পনা করছে কেন্দ্র সরকার।

বিমা কভারেজ সীমা বাড়ানো হবে

সূত্র অনুসারে জানা গিয়েছে, কেন্দ্রের এনডিএ সরকার প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ও আয়ুষ্মান ভারত উভয় সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধি করার কথা ভেবেছে। এবং সেই সাথে বিমা কভারেজ সীমা বৃদ্ধির কথা ভাবনাচিন্তা করছে। জানা গিয়েছে, এই প্রকল্পের কভারেজ সীমা প্রতি বছর ৫ লক্ষ থেকে বাড়িয়ে ১০ লক্ষ টাকা করার কথা ভাবা হচ্ছে। সূত্র মারফত আরোও জানা গিয়েছে, এনডিএ সরকার আগামী তিন বছরে এই আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা প্রকল্পে সুবিধাভোগীর সংখ্যা দ্বিগুণ করার কথা ভাবছে।

কভারেজ বৃদ্ধির প্রস্তাব চূড়ান্ত হওয়ার পথে

কেন্দ্রীয় সরকার প্রস্তাব মতো যদি আগামী তিন বছরে AB-PMJAY-এর অধীনে সুবিধাভোগীর সংখ্যা দ্বিগুণ করে তবে দেশের দুই-তৃতীয়াংশের বেশি জনসংখ্যা স্বাস্থ্যবীমার আওতায় আসবে। প্রতিনিয়ত চিকিৎসার খরচ বিপুল পরিমাণে বৃদ্ধি পাওয়ায় অনেক পরিবার ঋণের ফাঁদে জড়িয়ে পড়ছে। এ থেকে রেহাই দিতেই সরকারের এই সিদ্ধান্ত। কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান যোজনার কভারেজের পরিমাণ বর্তমান ৫ লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে ১০ লক্ষ টাকা করার ভাবছে।

আরও পড়ুন: ৮০,০০০ টাকা ঢুকবে অ্যাকাউন্টে! বিরাট ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের, কীভাবে পাবেন সুবিধা?

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

সরকারি কোষাগারের ওপর চাপ বাড়বে

কেন্দ্রীয় সরকার চলতি মাসের ২৩ তারিখ সাধারণ বাজেট পেশ করতে চলেছে। মনে করা হচ্ছে বাজেটেই এই সংক্রান্ত প্রস্তাবগুলি ঘোষণা করা হতে পারে। প্রস্তাবগুলি কার্যকর করা হলে প্রতি বছর সরকারি কোষাগারে ১২,০৭৬ কোটি টাকার অতিরিক্ত বোঝা চাপবে। একটি সূত্র মারফত জানা যাচ্ছে, ৭০ বছরের বেশি বয়সী ব্যক্তি এমন প্রায় ৪-৫ কোটি আরও সুবিধাভোগীকে এই প্রকল্পের আওতায় আনা হবে।

আরও পড়ুন: Cibil Score: CIBIL নিয়ে RBI জারি করলো ৫ নতুন নিয়ম, Loan নেওয়ার আগে অবশ্যই জেনে নিন

চিকিৎসার ব্যয়বহুলতা থেকে মুক্তি পাবে সাধারন মানুষ

আয়ুষ্মান ভারত-PMJAY-এর কভারেজ সীমা ২০১৮ সালে ৫ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছিল। বর্তমানে মূল্যস্ফীতি জনিত কারণ ও ব্যয়বহুল চিকিৎসার জন্য পরিবারগুলিকে রেহাই দেওয়ার জন্য এই প্রকল্পের কভারেজ সীমা দ্বিগুণ করার কথা ভাবা হচ্ছে। প্রসঙ্গত, গত ২৭ জুন রাষ্ট্রপতি (Hon’ble President of India) দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় বলেছিলেন যে আয়ুষ্মান প্রকল্পের আওতায় আনা হবে ৭০ বছরের বেশি বয়সী সমস্ত বয়স্কদের। তাদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবার সুযোগও দেওয়া হবে।

আরও পড়ুন: সরাসরি সরকারি সংস্থা দামোদর ভ্যালি কর্পোরেশনে চাকরির সুযোগ! আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত জেনে নিন