Big News: এবার প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে বড় নির্দেশ দিলো বিচারপতি রাজাশেখর মান্থা

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

Utshashree: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তরফ থেকে সোমবার দিন বলে দেওয়া হয়েছে, ‘উৎসশ্রী’ (Utshashree) পোর্টাল বন্ধ থাকায় শিক্ষকদের বদলি আটকে থাকবে এই বিষয়টি মেনে নেওয়া যাবে না। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে সোমবার দিন একটি বদলি সংক্রান্ত মামলা যায়। বিচারপতি বিষয়টি পর্যবেক্ষণ করে জানান, ‘উৎসশ্রী’ (Utshashree) পোর্টাল বন্ধ থাকায় প্রাথমিক শিক্ষকদের বদলি আটকে থাকার যুক্তি এখন আর মানা হবে না।

বদলি সংক্রান্ত মামলাটি যিনি করেছেন তিনি একজন শিক্ষিকা। তিনি নিজেই থ্যালাসেমিয়ায় আক্রান্ত। এছাড়াও তাঁর মেয়েরও শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। এই কারণে তিনি বদলির জন্য আবেদন জানিয়েছিলেন। তবে বোর্ডের তরফ থেকে এখনো কোনও সদুত্তর আসেনি।

বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha) এই মামলার বিষয়টি নিয়ে নির্দেশ দিয়েছেন যে প্রাথমিকের বদলির আবেদনগুলি বোর্ডকে অফলাইনের মাধ্যমে বিবেচনা করতে হবে। ‘উৎসশ্রী’ পোর্টাল ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ থেকে বন্ধ থাকার জন্য অনেকেরই বদলি সংক্রান্ত সমস্যা হচ্ছিল। তবে এই নির্দেশ পাওয়ার পর এই সমস্যার সমাধান হতে পারে বলেই মনে করছেন আইনজীবীরা।

আরও পড়ুন: WBSSC: উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলার গুরুত্বপূর্ণ শুনানি হল কলকাতা হাইকোর্টে, বিস্তারিত জানুন

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

আদালতের তরফ থেকে জানানো হয়েছে, অফলাইনের মাধ্যমেও যত আবেদন জমা পড়বে, বোর্ডকে একইভাবে সেই আবেদনগুলি বিবেচনা করতে হবে। যিনি এই বদলি সংক্রান্ত মামলাটি করেছেন তিনি বিগত তিন বছর ধরে উত্তর দিনাজপুরের একটি প্রাথমিক স্কুলের শিক্ষিকা হিসাবে আছেন। সেই শিক্ষিকা নিজেই থ্যালাসেমিয়ায় আক্রান্ত এবং তাঁর মেয়েরও শ্বাসকষ্ট জনিত সমস্যা রয়েছে। এইজন্যই তিনি তার বাড়ির কাছে বীরভূমে বদলি হতে চান।

শিক্ষক-শিক্ষিকাদের বদলি জনিত আবেদনগুলি জমা পড়ে ‘উৎসশ্রী’ পোর্টালের মাধ্যমে। কিন্তু উৎসশ্রীতে আবেদন বিভিন্ন মামলার কারণে আপাতত বন্ধ রয়েছে। এক্ষেত্রে বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, অনলাইনে আবেদন কোনো কারণবশত বন্ধ থাকলেও সেক্ষেত্রে অফলাইনের মাধ্যমে আবেদন নেওয়া হচ্ছে না কেন?

আরও পড়ুন: মাসে ১৫০০ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার, জানুন বিস্তারিত

কারণ অনেক শিক্ষক-শিক্ষিকাই রয়েছেন যারা নিজেদের অসুস্থতার জন্য বদলি চাইছেন। বিচারপতি শিক্ষা দফতরকে মামলাকারীর আবেদন খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। এছাড়াও বিচারপতি নির্দেশ দিয়েছেন, মামলাকারী নিজের বক্তব্য প্রয়োজনে অফলাইন এর মাধ্যমেও যেন জানাতে পারেন।

আরও পড়ুন: ২ লক্ষ টাকারও বেশি বেতনে জাতীয় সড়ক পরিবহন দফতরে চাকরির সুযোগ! রইলো বিস্তারিত

Leave a Comment