Breaking News: ফের ৯৪ জন চাকরিহারাকে শিক্ষকপদে ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের!

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট (Supreme Court) প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির দুটি মামলায় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)-এর শুনানিতে স্থগিতাদেশ জারি করল। এই মামলা দুটি হলো রমেশ মালিক বনাম পশ্চিমবঙ্গ সরকার এবং সৌমেন নন্দী বনাম পশ্চিমবঙ্গ সরকারের মামলা।

সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি অভয় এস ওকা (Abhay Shreeniwas Oka) ও বিচারপতি অগাস্টিন জর্জ মসিহরের (Augustine George Masih) ডিভিশন বেঞ্চ গত সোমবার এই নির্দেশিকা জারি করেছে। এর সঙ্গে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) নির্দেশ দিল চাকরি-হারা ঐ ৯৪ জন শিক্ষককে অস্থায়ী পদে নিয়োগ করার।

এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ২ সেপ্টেম্বর তারিখে। ঐ সমস্ত প্রার্থীদের চাকরির ভবিষ্যৎ কি হবে তা সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ের উপর নির্ভর করছে।

আরও পড়ুন: ১ লক্ষ টাকারও বেশি বেতনে অধ্যাপক সহ লাইব্রেরিয়ান পদে নিয়োগ চলছে, জানুন বিস্তারিত

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

এর পূর্বে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ মেনে প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education) প্রাথমিকের মোট ৯৪ জনের নিয়োগ বাতিল ঘোষণা করেছিল। কারণ হিসেবে বলা হয় এই নিয়োগ প্রক্রিয়ায় কিছু ত্রুটি ছিল।

তার টেট পরীক্ষায় বসে ছিল ২০১৪ সালে এবং ২০১৬ সালে তাদের নিয়োগ করা হয়। চাকরি হারিয়ে প্রথমে তারা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে।

আরও পড়ুন: Jio True 5G: এবার যত খুশি ইন্টারনেট করতে পারবেন! দাম বাড়লেও গ্রাহকদের স্বস্তি দিল Jio

কিন্তু সেখানে কোনরকম ফল না পাওয়ায় তারা দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়। বর্তমানে এই দুটি মামলার শুনানি কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহার (Amrita Sinha) বেঞ্চে রয়েছে। আপাততভাবে এই মামলাগুলির শুনানি স্থগিতাদেশ স্থগিত থাকবে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত।

আরও পড়ুন: Recharge Plans: ১ মাসের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান কোনটি? জানালো Jio, Airtel এবং VI