BSF Recruitment 2024: BSF-এ গ্রুপ-B, C পদে কর্মী নিয়োগ চলছে , বিস্তারিত জেনে নিন

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

BSF Recruitment 2024: ভারত সরকারের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স (Ministry of Home Affairs) এর তত্ত্বাবধানে ডিরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স (Directorate General Border Security Force)-এর তরফ থেকে B, C লেভেলের একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। মহিলা পুরুষ নির্বিশেষে সকল প্রার্থীরাই এই চাকরির পদে আবেদন করতে পারবে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

ভারত সরকারের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স (Ministry of Home Affairs) এর তত্ত্বাবধানে ডিরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স (Directorate General Border Security Force)-এর তরফ থেকে কর্মী নিয়োগের (BSF Recruitment 2024) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম (Name of the Post)

B, C লেভেলের একাধিক পদে কর্মী নিয়োগ (BSF Recruitment 2024) করা হবে।

মোট শূন্যপদ (BSF Recruitment 2024: Total Vacancy)

গ্রুপ B ও C লেভেলের একাধিক বিভাগে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

বয়সসীমা (BSF Recruitment 2024: Age Limit)

সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

বেতন (BSF Recruitment 2024: Salary)

যাদের এই পদে নিয়োগ করা হবে তাদের প্রতি মাসে ৩৫,৪০০ টাকা থেকে ৪৪,৯০০ টাকা প্রদান করা হবে। তবে প্রার্থীদের পদ ভিত্তিক আলাদা আলাদা পরিমাণ বেতন প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া (BSF Recruitment 2024: Application Process)

এই চাকরির পদে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। rectt.bsf.gov.in এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের আবেদন করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা কিরূপ লাগবে সেই সম্পর্কে বিস্তারিত জানতে এর মূল অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন।

আবেদনের শেষ তারিখ (Last date of application)

এই চাকরির পদে আবেদন করা যাবে অফিসিয়াল নোটিশ প্রকাশের পরবর্তী ৩০ দিন পর্যন্ত।

গুরুত্বপূর্ন লিংক (Important Links)

WhatsApp গ্রুপে যুক্ত হন👉যুক্ত হন

Leave a Comment