BSK Recruitment 2024: ২,৮৬২ টি শূন্যপদে বাংলা সহায়তা কেন্দ্রে চাকরির সুযোগ! রইল আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

BSK Recruitment 2024: বাংলা সহায়তা কেন্দ্র (Bangla Sahayata Kendra)-তে চাকরির সুযোগ। রাজ্যে ১৪৩১ টি নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালু হতে চলেছে আর এগুলিতে প্রচুর শূন্য পদে নতুন করে কর্মী নিয়োগ করা হবে। সবকটি পদ মিলিয়ে মোট শূন্য পদ রয়েছে ২৮৬২ টি। এই চাকরির পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। নিয়োগ করার পর তাদের প্রতি মাসে ১২০০০ টাকা করে বেতন দেওয়া হবে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো-

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

বাংলা সহায়তা কেন্দ্র (Bangla Sahayata Kendra)-তে প্রার্থী নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

রাজ্যে ১৪৩১ টি নতুন বাংলা সহায়তা কেন্দ্রে ২ জন করে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্য পদের সংখ্যা ২৮৬২ টি। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলায় মোট ১৫৯ টি কেন্দ্র তৈরি হবে তাই রাজ্যের মধ্যে সবথেকে বেশি জ্বালাতে কর্মী নিয়োগ করা হবে। পাশাপাশি অন্যান্য জেলা দাও একশোর বেশি কর্মী নিয়োগ করা হবে।

আরও পড়ুন: LPG সিলিন্ডারের জন্য ভর্তুকি পাচ্ছেন তো? কেন্দ্রের এই নয়া নির্দেশ জেনে নিন

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

বেতন (Salary)

যাদের সংশ্লিষ্ট পদে চাকরির জন্য নিয়োগ করা হবে তাদের প্রতি মাসে ১২০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া (Application Process)

যে সব রাজ্যের সংশ্লিষ্ট চাকরির পদে আবেদন করতে ইচ্ছুক তাদের ওয়েবেল টেকনোলজির (Webel Technology Limited) অফিসিয়াল ওয়েবসাইট www.wtl.co.in গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।

আরও পড়ুন: রাজ্যের এই জেলায় ৬০১টি শূন্যপদে প্রধান শিক্ষকের নিয়োগ শুরু, জানুন বিস্তারিত

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

যারা সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন করবে তাদের প্রথম একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপর কম্পিউটার টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে তাদের নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে। তবে অনেক সময় শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নির্বাচন করে নির্দিষ্ট পদে কর্মী নিয়োগ করা হয়। ওয়েবেল টেকনোলজি লিমিটেড (Webel Technology Limited) এর তরফ থেকে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হয়ে থাকে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

এই চাকরির জন্য আবেদন করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হয়।

আরও পড়ুন: এবার ৩০০০ টাকা পাবে দেশের জনগণ! দেশবাসীর জন্য দুর্দান্ত প্রকল্প কেন্দ্র সরকারের

আবেদনের শেষ তারিখ (Last date of application)

সংস্কৃত পদে নিয়োগের অফিশিয়াল নোটিশ এখনো প্রকাশিত হয়নি। তবে আশা করা যায় খুব শীঘ্রই সেটি প্রকাশিত হবে। আবেদনের নোটিশ প্রকাশের সময় সেখানেই আবেদনের তারিখ ও শেষ তারিখ উল্লেখ থাকবে।

আরও পড়ুন: Post Office Scheme: আপনার ৫ লক্ষ টাকা হবে ১৫ লক্ষ! সন্তানের ভবিষ্যতের জন্য পোস্ট অফিসের সেরা স্কিম এটাই