BSNL Offer: অন্যান্য টেলি সংস্থাদের সঙ্গে পাল্লা দিতে দারুণ অফার নিয়ে হাজির BSNL!

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

BSNL Recharge Offer: জুলাই মাসের শুরুতেই দেশের শীর্ষস্থানীয় তিনটি টেলিকম সংস্থা জিও (Jio), ভোডাফোন-আইডিয়া (Vi) এবং এয়ারটেল (Airtel) তাদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করেছিল। এর ফলে মধ্যবিত্ত গ্রাহকদের পকেটে বেশ ভালোই টান পড়ছিল। এইজন্য অনেক গ্রাহকই তাঁদের সিম বিএসএনএল (BSNL)-এ পোর্ট করিয়ে নিচ্ছিলেন।

সেই সমস্ত গ্রাহকদের চাহিদা পূরণ করার জন্য বিএসএনএল (BSNL) একটি প্ল্যানের প্রবর্তন করেছে। বিএসএনএল (BSNL) সংস্থাটি ২০২৫ সালের জুন মাসের মধ্যে সারা দেশ জুড়ে তাদের ৪জি নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

বিএসএনএল (BSNL) কম দামের একটি বার্ষিক প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যানটিতে বিএসএনএল (BSNL) তার গ্রাহকদের দৈনিক ৩ জিবি করে ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা দিচ্ছে।

আরও পড়ুন: Upper Primary Recruitment: দু’মাসের ১৪,০৫২ জন শিক্ষক নিয়োগ হবে! নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

বিএসএনএল (BSNL)-এর বার্ষিক রিচার্জ প্ল্যান

বিএসএনএল (BSNL)-এর বার্ষিক এই রিচার্জ প্ল্যানটির মূল্য হল ২৯৯৯ টাকা। এই প্ল্যানটির ভ্যালিডিটি ৩৬৫ দিন। এই প্ল্যানটিতে বিএসএনএল (BSNL) এক বছরের জন্য তার গ্রাহকদের আনলিমিটেড লোকাল, STD এবং রোমিং কল অফার করে।

এছাড়াও এই প্ল্যানটিতে ইউজাররা দৈনিক ৩ জিবি করে হাই-স্পিড ডেটার সুবিধা পাবেন। তবে আপনার দৈনিক হাই-স্পিড ডেটার সীমা শেষ হয়ে গেলে, স্পিড ৪০ কেবিপিএস (Kbps)-এ নেমে আসবে। এছাড়াও এই প্ল্যানটিতে দৈনিক ১০০টি এসএমএস (SMS)-এর সুবিধাও পাওয়া যাবে।

আরও পড়ুন: Teacher Recruitment: ১.৫ লক্ষ শিক্ষক নিয়োগ করা হবে এই রাজ্যে! ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী

সরকারি এই টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) ২০২৫ সালের জুন মাসের মধ্যে তাদের ৪জি নেটওয়ার্ক স্থাপন সম্পূর্ণ করবে বলে আশা রাখছে। বিএসএনএল (BSNL) সংস্থাটি এখনও পর্যন্ত মাত্র ১০০০টি সাইট সক্রিয় করেছে। আগামীতে তারা সারা দেশ জুড়ে ১০০০০০ সাইট স্থাপনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

আরও পড়ুন: আবাস যোজনার টাকা মিলবে চলতি বছরেই, কবে? দিন-তারিখ জানালেন অভিষেক ব্যানার্জী

বর্তমান যুগে অন্যান্য টেলিকম সংস্থাগুলি ৫জি পরিষেবা প্রদান করলেও বিএসএনএল (BSNL) এখনও ৩জি পরিষেবা দিয়ে থাকে। ২০২৫ সালের জুন মাসের মধ্যে সারাদেশ জুড়ে ৪জি পরিষেবা স্থাপনের লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে বিএসএনএল (BSNL)। এছাড়াও এই সংস্থাটি ২০২৫ সালের শেষদিক থেকে ৫জি পরিষেবা স্থাপনের কাজ শুরু করবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: বদলে গেল আধার কার্ড ও ক্রেডিট কার্ডের নিয়ম! আপনার পকেটে কী প্রভাব পড়বে জেনে নিন