BSNL Recharge Plan: বিএসএনএল-এর ২০০ টাকার কমে রিচার্জ প্ল্যানে রয়েছে প্রচুর সুযোগ সুবিধা! দেখুন তালিকা

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

BSNL Recharge Plan: চলতি বছর জুলাই মাস থেকে বিভিন্ন টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দেওয়ার ফলে ভোগান্তির মধ্যে পড়েছে একাধিক গ্রাহক। বিশেষ করে যারা জিও (Jio) সিম ব্যবহার করেন তাদের মধ্যে একটি বড় অংশ তাদের সেম বিএসএনএল-এ পোর্ট করার কথা ভাবছেন।

এর কারণ হলো অন্যান্য টেলিকম সংস্থা তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিলেও বিএসএনএল (BSNL)-এর দাম অপরিবর্তিত রেখেছে। এখানেই শেষ নয় বি এস এন এল (BSNL)-এ অনেক কম দামে ভালো সুবিধার রিচার্জ প্ল্যান পাওয়া যাচ্ছে।

২০০ টাকার মধ্যে বিএসএনএল (BSNL)-এর দুটি আকর্ষণীয় অফার রয়েছে। যেগুলি গ্রাহকরা গ্রহণ করলে সঠিক বৈধতায় আকর্ষণীয় অফার পাবে। আজ এই প্রতিবেদনে এই দুটি রিচার্জ প্ল্যানের বিষয়ে জানব। চলুন জেনে নেয়া যাক।

আরও পড়ুন: WBSSC: কারা অযোগ্য? নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে প্রাথমিক তালিকা জমা দিল এসএসসি

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

বিএসএনএল-এর  ১০৮ টাকার রিচার্জ প্ল্যান

বিএসএনএল (BSNL)-এর ১০৮ টাকা রিচার্জ প্ল্যানটি গ্রহণ করলে গ্রাহকরা ২৮ দিনের বৈধতায় যেসব সুবিধাগুলি পাবে সেগুলি হল আনলিমিটেড কলিং, প্রতিদিন ১ জিবি ডেটা। প্রাথমিক ডেটা শেষ হয়ে গেলে ৪০ কেবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার করা যাবে। তবে বিএসএনএল (BSNL)-এর রিচার্জ প্ল্যানটি হল শুধুমাত্র তাদের জন্য যারা প্রথমবারের জন্য বিএসএনএল (BSNL)-এর নম্বর নেবেন।  

আরও পড়ুন: RRB Recruitment 2024: ভারতীয় রেলে ৭,৯৫১টি শূন্যপদে নিয়োগ চলছে, রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

যারা জিও (Jio), এয়ারটেল (Airtel), ভোডাফোনের (VI) রিচার্জ প্ল্যান এর দাম বেড়ে যাওয়ার কারণে বিএসএনএল (BSNL)-এর কানেকশন ব্যবহার করা কথা ভাবছেন তারা মোবাইল নম্বর পোর্ট না করে যদি বিএসএনএল (BSNL)-এর নতুন সিম তোলেন তাহলে এই ১০৮ টাকার রিচার্জ প্ল্যানের সুবিধা গ্রহণ করতে পারবেন।

বিএসএনএল-এর  ১৯৯ টাকার রিচার্জ প্ল্যান

বিএসএনএল (BSNL)-এর রিচার্জ প্ল্যানটি গ্রহণ করলে গ্রাহকরা ৩০ দিনের বৈধতায় পাবে আনলিমিটেড ফ্রি কলিং প্রতিদিন ২ জিবি ডাটা, ও প্রতিদিন ১০০ এসএমএস এর সুবিধা। এত কিছু সুবিধা পাবেন তাও আবার পুরো একমাস অর্থাৎ ৩০ দিনের জন্য।

আরও পড়ুন: Ration Card: রেশন কার্ড করা যাবে না বাড়িতে ফ্রিজ থাকলে! জেনে নিন সরকারি নিয়ম

বিএসএনএল-এর ৩৯৫ টাকার রিচার্জ প্ল্যান

যারা দীর্ঘমেয়াদে রিচার্জ করতে চান তাদের জন্য বি এস এন এল (BSNL)-এর ২৩৯৯ টাকার রিচার্জ প্ল্যানটি বিশেষ আকর্ষণীয়। রিচার্জ প্ল্যানের সুবিধার মধ্যে রয়েছে প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা, প্রতিদিন ১০০ এসএমএস, আনলিমিটেড কলিং এর সুবিধা। এছাড়া অন্যান্য সুবিধা হিসেবে গ্রাহকরা পাবে জিং মিউজিক, বিএসএনএল টিউনস, হার্ডি গেমস, চ্যালেঞ্জার অ্যারেনা গেমস এবং গেমঅন অ্যাস্ট্রোটেল এর সুবিধা।

আরও পড়ুন: আলিয়া বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ চলছে, প্রতি মাসে সাম্মানিক ১৮,০০০ টাকা