৮৪ দিনের রিচার্জ প্ল্যানে BSNL-এর চমক! jio-কে কি ছাপিয়ে যাবে BSNL?

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

জিও (Jio), এয়ারটেল (Airtel) সহ অন্যান্য টেলিকম সংস্থাগুলি রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দেওয়ার পর থেকে দেশের অধিকাংশ গ্রাহকরা বিএসএনএল (BSNL) দিকে ঝুকে পড়েছে। ৮৪ দিনের ভ্যালিডিটির সঙ্গে সমস্ত টেলিকম সংস্থাগুলি যে সুযোগ-সুবিধা দিচ্ছে তার মধ্যে বিএসএনএল (BSNL) থেকে প্রাপ্ত সুযোগ সুবিধা সব থেকে বেশি।

এই রিচার্জ প্ল্যানটি গ্রহণ করলে পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কল, আরো অনেক সুবিধা। ভারত সঞ্চার নিগম লিমিটেডের বেশ কয়েকটি রিচার্জ প্ল্যানের দাম, অন্যান্য বেসরকারি সংস্থার প্ল্যানের থেকে ৫০ শতাংশ কম। সম্প্রতি এই সংস্থা ৮৪ দিনের বৈধতার একটি রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে।

বিএসএনএলের ৮৪ দিনের রিচার্জ প্ল্যানের একাধিক সুবিধা

বিএসএনএল (BSNL)-এর ৮৪ দিনের বৈধতার এই প্ল্যানটি কেউ যদি রিচার্জ করে তাহলে একাধিক সুবিধা উপলব্ধ করতে পারবে। বিএসএনএল (BSNL)-এর নতুন এই প্ল্যানটির নাম STV599। এই প্ল্যানটি গ্রহণ করলে যেসব সুবিধাগুলি পাওয়া যাবে সেগুলি হল আনলিমিটেড কলিং, প্রতিদিন ৩ জিবি ডাটা, প্রতিদিন ১০০ টি SMS। ৮৪ দিনের বৈধ তাই মোট ডেটা পাওয়া যাবে ২৫২ জিবি।

আরও পড়ুন: ICDS Recruitment 2024: মাধ্যমিক পাশে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ চলছে, কীভাবে আবেদন করবেন?

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

একই সুবিধায় জিওর তরফ থেকে যে রিচার্জ প্ল্যান লঞ্চ করা হয়েছে তার দাম ৯৯৯ টাকা। সম্প্রতি এর দাম বাড়িয়ে ১১৯৯ টাকা করা হয়েছে। বলতে গেলে বি এস এন এল এর রিচার্জ প্ল্যানের তুলনায় জিওর রিচার্জ প্ল্যানের দাম অনেক গুণ বেশি।

অনেকেই বিএসএনএল (BSNL)-এর দুর্বল ৪G পরিষেবা এবং নেটওয়ার্ক নিয়ে অনেকেই অভিযোগ করেন। এবার এই সমস্যা মেটাতে ভারত সঞ্চার নিগম লিমিটেড দ্রুত উদ্যমে নেটওয়ার্ক সমস্যার সমাধানের কাজ শুরু করেছে। সমস্ত দেশজুড়ে ১০ হাজার ৪G টাওয়ার বসানোর কাজ সম্পন্ন করেছে এই সংস্থা।

আরও পড়ুন: WBSSC: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে হবু শিক্ষকদের আরও অপেক্ষা বাড়ল, বিস্তারিত জেনে নিন

সম্প্রতি পাওয়া ইন্ডিয়াটিভির এক প্রতিবেদন মারফত জানা গেছে সোশ্যাল মিডিয়ায় ‘বিএসএনএল কি ঘর ওয়াপসি’ এই হ্যাশট্যাগে প্রায় ৪৫ হাজার এরও বেশি পোস্ট করা হয়েছে। এই পোষ্টের মাধ্যমে বোঝা যায় সাধারণ মানুষের এখনো কত বেশি প্রত্যাশা রয়েছে বি এস এন এল (BSNL)-এর উপর।

রিচার্জের দাম অনেক বাড়িয়ে দেওয়াই মোবাইল রিচার্জ করতে অনেকেই হিমশিম খাচ্ছেন। বিশেষ করে গরিব ও মধ্যবিত্ত পরিবারের মানুষেরা। তাই সবাই এখন বিএসএনএল (BSNL)-এর দিকে ঝুঁকে পড়েছে। আশা করা যায় খুব শীঘ্রই নেটওয়ার্ক ও অন্যান্য সমস্যা কাটিয়ে বিএসএনএল (BSNL) গ্রাহকদের দারুন সুবিধা প্রদান করবে।

আরও পড়ুন: Lakshmir Bhandar: লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড়ো ঘোষণা রাজ্য সরকারের! মহিলাদের কাছে দারুণ সুযোগ!