Budget 2024: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) শিক্ষা ও প্রশিক্ষণের জন্য বাজেট ঘোষণা করেছেন। যা নিঃসন্দেহে শিক্ষার উন্নতির জন্য দারুন একটি খবর। শিক্ষাক্ষেত্রে আর্থিক যে বিপর্যয়গুলি তৈরি হয়েছিল সেগুলি এইবার অন্তরায় হিসেবে থাকবে না। শিক্ষা এবং প্রশিক্ষণের জন্য এইবারের বাজেটে মোট ১.৪ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
অর্থমন্ত্রী বাজেট প্রকাশের দিন জানান, “না না ধরনের ঝুঁকি থাকা সত্ত্বেও ভারতীয় অর্থনীতির উন্নতির হার এখন অনেক উন্নত। যে বিভিন্ন প্রকল্প আমরা ঘোষণা করেছি সেগুলি চলছে। আমরা কর্মসংস্থান, মধ্যবিত্ত এবং স্কিল তৈরির ওপর জোর দেব। আমরা দেখব যাতে কর্মসংস্থান তৈরি হয়, শ্রমিকদের দক্ষতা বাড়ে। ১.৪৮ লক্ষ কোটি টাকা শিক্ষা এবং প্রশিক্ষণের জন্য বরাদ্দ করছি। এর ফলে সারা দেশে উন্নতির আলো পৌঁছানো যায়।”
শিক্ষাক্ষেত্রে পড়ুয়াদের যাতে আর্থিক কোনো সমস্যা না থাকে সেই কথা ভেবে পড়াশোনার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ প্রদানে সাহায্য করবে। এই ঋণ প্রদানের জন্য সরকারের তরফ থেকে প্রতি বছর ১ লক্ষ পড়ুয়াদের ই-ভাউচার দেওয়া হবে।
আরও পড়ুন: ১ লক্ষ টাকারও অধিক বেতনে ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাংকে নিয়োগ চলছে, জানুন বিস্তারিত
এর পূর্বে ২০২৩ সালে কেন্দ্রীয় বাজেটে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ করা হয়েছিল ১,১২,৮৯৯ কোটি টাকা। ২০২২ সালের থেকে এটি ১৩ শতাংশ বেশি। ওই সময়ের বাজেটে শিক্ষাক্ষেত্রে মোট বরাদ্দের পরিমাণ ছিল ২.৯ শতাংশ। ২০২৪-২৫ এর অন্তর্বতী বাজেটের জন্য সেটি বাড়িয়ে হয়েছিল ১,২০,৬২৭ কোটি টাকা।
শিক্ষা ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার (Government of India) ও অর্থ বরাদ্দ করবে রাজ্য সরকারের সহায়তায় এই অর্থের দ্বারা একটি প্রকল্প চালু করা হবে। এই প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের ৫ বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হবে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) শিক্ষাক্ষেত্রে আরও একাধিক প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছেন। তিনি জানান যে ১০০০টি আইটিআই- (ITI)-কে হাব অ্যান্ড স্পোক মডেলে উন্নত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। কেন্দ্রীয় সরকার (Government of India) দ্বারা বরাদ্দকৃত এই অর্থের দ্বারা বিহারে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের পরিকল্পনা করা হয়েছে।
আরও পড়ুন: প্রচুর ছুটি আগস্ট মাসে! টানা বন্ধ থাকবে স্কুল-কলেজ, অফিস, ছুটির তালিকা দেখে নিন
কেন্দ্রীয় সরকারের (Government of India) তরফ থেকে এবার শিক্ষা ক্ষেত্রে যে অর্থ বরাদ্দ করা হচ্ছে সেই বিষয়ে সঙ্গে প্রশিক্ষণের বিষয়টি যোগ করে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আর কেন্দ্রের এই পরিকল্পনার সঙ্গে সহযোগিতা করছে রাজ্য সরকার।
কেন্দ্র সরকারের (Government of India) তরফ থেকে খিল তৈরি করার জন্য রাজ্য ও শিল্পক্ষেত্রের সঙ্গে মিলে পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি MSME-এর জন্যও একাধিক সুবিধার ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: WB Primary TET Result: শীঘ্রই প্রকাশ হবে TET-এর রেজাল্ট, কী ভাবে রেজাল্ট দেখবেন? রইলো পদ্ধতি
দেশে যে হারে ডিগ্রি লাভের পর বেকার যুবক-যুবতীদের সংখ্যা বেড়ে চলেছে তাতে অসন্তোষ প্রকাশ করেছে অনেকে। কেন্দ্রীয় সরকার (Government of India) এবার শিক্ষা ক্ষেত্রে অর্থ বাজেটের পর সেই অর্থ দ্বারা একাধিক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।
কেন্দ্রীয় সরকার (Government of India) লক্ষ্য মাত্রা নির্ধারণ করেছে যে এই প্রশিক্ষণ নেওয়ার ফলে পড়ুয়ারা কর্মমুখী হতে পারবে। প্রশিক্ষণ দিয়ে তাদের চাকরি অথবা ক্ষুদ্র শিল্পে স্বনির্ভর করে তোলার যোগ্য করা হবে। তবে কেন্দ্রীয় সরকারের (Government of India) এরূপ পরিকল্পনা কতটা বাস্তবায়িত হয় তা ভবিষ্যৎ বলে দেবে।
আরও পড়ুন: ফের ভারতীয় রেলে ৭,৯৩৪ পদে নিয়োগ চলছে, কবে থেকে শুরু? রইলো বিস্তারিত