১ লক্ষ টাকারও বেশি বেতনে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসে চাকরির সুযোগ! কারা কীভাবে আবেদন করবেন?

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (Bureau of Indian Standards)-এর তরফ থেকে সায়েন্টিস্ট-বি বা বিজ্ঞানী পদে রসায়ন, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগ করা হবে। সব কটি পদ মিলিয়ে মোট শূন্য পদ রয়েছে ১৫ টি। নিযুক্তদের প্রতি মাসে ১ লক্ষ ১১ হাজার ৭৮০ টাকা করে বেতন প্রদান করা হবে।নিম্নে এই চাকরির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (Bureau of Indian Standards)-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম (Name of the Post)

সায়েন্টিস্ট-বি বা বিজ্ঞানী পদে রসায়ন, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগ করা হবে।

আরও পড়ুন: IBPS PO 2024: ৪,০০০- এরও বেশি শূন্যপদে ১১টি ব্যাঙ্কে পিও নিয়োগ চলছে, কারা কিভাবে আবেদন করবেন?

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

মোট শূন্যপদ (Total Vacancy)

সব কটি পদ মিলিয়ে মোট শূন্য পদ রয়েছে ১৫টি।

বয়সসীমা (Age Limit)

সংশ্লিষ্ট চাকরির পদে আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। তবে সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে।

আরও পড়ুন: মাধ্যমিক পাশে জেলায় গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে নিয়োগ চলছে, শীঘ্রই আবেদন করুন

বেতন (Salary)

নির্ধারিত পদে যাদের নিয়োগ করা হবে তাদের সপ্তম বেতন কমিশনের দশম বেতন স্কেল অনুযায়ী মাসিক বেতন প্রদান করা হবে। এক্ষেত্রে মাসিক বেতনের পরিমাণ হবে ১ লক্ষ ১১ হাজার ৭৮০ টাকা।

আবেদন প্রক্রিয়া (Application Process)

ইচ্ছুক চাকরি প্রার্থীরা অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবে। সংস্থার নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট www.bis.gov.in থেকে আবেদন করা যাবে।

আবেদন ফি (Application Fee)

আবেদনের সময় কোন প্রকার আবেদন মূল্য লাগবে না।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

২০২২/ ২০২৩/ ২০২৪-এর গেট-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে, এরপরে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে ফাইনালি নির্ধারিত পদে নিয়োগ করা হবে। তবে নিয়োগ করার পর প্রার্থীদের প্রথম দু’বছর ‘প্রবেশন’-এ রাখা হবে। দেশের যেকোনো জায়গায় আবেদনকারী প্রার্থীদের পোস্টিং হতে পারে।

আরও পড়ুন: রাজ্যের BLRO অফিসে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ চলছে, রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

সিভিল এবং ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পদের ক্ষেত্রে যারা বিজ্ঞানী পদে আবেদন করতে চায় তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর সহ। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে গেট পাশের শংসাপত্র থাকতে হবে। একইভাবে অন্য পদ গুলিতে আবেদন করতে হলে প্রার্থীদের ভিন্ন যোগ্যতা থাকতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানুন সংস্থার নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিশ থেকে।

আরও পড়ুন: পোস্ট অফিসের GDS পদে পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক শূন্যপদের সংখ্যা প্রকাশিত হল, দেখে নিন এক ক্লিকে

আবেদনের শেষ তারিখ (Last date of application)

এই চাকরির পদে আবেদন করা যাবে আগামী ১৬ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত।