Central Bank of India Recruitment 2024: Central Bank of India-এর তরফ থেকে বিভিন্ন বিভাগে উপদেষ্টা (Advisors) পদে কর্মী নিয়োগ করা হবে। শুধুমাত্র অবসরপ্রাপ্ত অফিসাররা এই চাকরির পদে আবেদন করতে পারবে। এই পদে নিয়োগ করার পর মাসিক ২৫ হাজার টাকা থেকে ৪৫ হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। নিম্নে এই চাকরির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
Central Bank of India-এর তরফ থেকে একাধিক বিভাগে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম (Name of the Post)
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর তরফ থেকে বিভিন্ন বিভাগে উপদেষ্টা (Advisors) পদে কর্মী নিয়োগ করা হবে।
আরও পড়ুন: Fake Note: আপনার কাছে থাকা নতুন ১০০ টাকার নোটটি নকল নয় তো? চিনুন এইভাবে
বয়সসীমা (Age Limit)
সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে রাত্রির বয়সী সীমা ৬০ বছরের মধ্যে হতে হবে। এছাড়া বয়সসীমা সংক্রান্ত আরো একাধিক শর্তের কথা বলা হয়েছে সে বিষয়ে বিস্তারিত অফিসিয়াল নোটিসে উল্লেখ রয়েছে।
বেতন (Salary)
অবস্থানের উপর ভিত্তি করে কোন বিভাগের প্রার্থীদের কত করে বেতন দেওয়া হবে তা নিম্নে দেখানো হলো-
ক্রমিক নম্বর | বিভাগের নাম | মাসিক বেতন |
1 | Rural/Semi-Urban | ২৫,০০০টাকা |
2 | Urban | ৩৫,০০০ টাকা |
3 | Metro | ৪৫,০০০ টাকা |
আবেদন প্রক্রিয়া (Application Process)
এই চাকরির পদে আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে। আবেদনের ফরম পাওয়া যাবে এর মূল অফিসিয়াল ওয়েবসাইট www:centralbankofindia.co.in অথবা নোটিশ থেকে। আবেদনপত্রের সঙ্গে নিজের প্রয়োজনীয় নথি যোগ করে সেগুলি নির্দিষ্ট ঠিকানায় জমা করে আসতে হবে। আবেদন পত্র জমা করতে হবে নিম্নলিখিত ঠিকানায়-
General Manager,HCM Department,Central Bank of India,17th Floor, Central Office, Chandermukhi, Nariman Point,Mumbai 400021.
ইন্টারভিউয়ের তারিখ (Date of Interview)
সংশ্লিষ্ট পদে যারা আবেদন করবে তাদের ইন্টারভিউ নেওয়া হবে জুন মাসের তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহে।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃক উপদেষ্টা (Advisors) পদে চাকরিতে চাকরির জন্য যারা অবসরপ্রাপ্ত অফিসার রয়েছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ (Last date of application)
১৫.০৫.২০২৪ তারিখ থেকে আবেদনের কাজ শুরু হয়েছে এবং এই আবেদনের কাজ চলবে আগামী ৩১.০৫.২০২৪ তারিখ পর্যন্ত।
এছাড়া আবেদন সম্পর্কিত আরো একাধিক তথ্য জানতে এর মূল অফিসিয়াল ওয়েবসাইট www:centralbankofindia.co.in বা নোটিশ ফলো করুন।
গুরুত্বপূর্ন লিংক (Important Links)
আরও পড়ুন:
- High Court On OBC Certificate: হাইকোর্টের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিলের রায়ে সবার কী চাকরি চলে যাবে? জেনে নিন
- লিখিত পরীক্ষা ছাড়াই ৪৫,০০০ টাকা বেতনে সেন্ট্রাল ব্যাঙ্কে চাকরির সুযোগ! বিস্তারিত জেনে নিন
- ১ লক্ষ ২৬ হাজার টাকা পর্যন্ত মাসিক বেতনে হাইকোর্টে স্টেনোগ্রাফার পদে নিয়োগ চলছে, বিস্তারিত জেনে নিন
- BSF Recruitment 2024: BSF-এ গ্রুপ-B, C পদে কর্মী নিয়োগ চলছে , বিস্তারিত জেনে নিন